Showing posts with label অন্যান্য. Show all posts
Showing posts with label অন্যান্য. Show all posts

Monday, March 1, 2021

নীলফামারীর জলঢাকায় নবীন সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

নীলফামারীর জলঢাকায় নবীন সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

 সাংবাদিকতা একটি মহান ও চ্যালেন্জিং পেশা।তাই রাষ্ট্রীয় রীতিনীতি মাথায় রেখে দায়বদ্ধতা ও মানবিক বোধ থেকে সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।


আজ রবিবার নীলফামারীর জলঢাকা (সিএলসি)প্লান অফিসে শো প্রকল্প - ২ এর সহযোগীতায় "জলঢাকা নিউজ" অনলাইন পত্রিকার উদ্যোগে স্হানীয় নবীন সাংবাদিকদের পেশাগত মান দক্ষতা উন্নয়নে দিনব্যাপী সাংবাদিকতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বুনিয়াদি সাংবাদিকতার ধরন, কৌশল,ধাপ সমূহ, বস্তু নিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং চ্যালেন্জ সম্পর্কে অবহিতকরন করা হয়।এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম।

বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের নীলফামারী জেলা প্রতিনিধি ও 'জলঢাকা নিউজ' এর নির্বাহী সম্পাদক মর্তুজা ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্পাদক বজলুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস কেন্দ্রীয় কমিটির জেলা কমিটির সভাপতি এবং  নীলচোখ পত্রিকার সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ, ল্যাম্ব প্ল্যান শো ২ প্রজেক্টের ম্যানেজার ডাঃ ওমর ফারুক, বিসিসি এন্ড কমিউনিকেশন স্পেশালিষ্ট শো প্রজেক্ট শাহিনা সুলতানা, শো ২ প্রজেক্টের উপজেলা ম্যানেজার ফ্রান্সিস হাজং, চিলাহাটি ওয়েব সাইটের সম্পাদক আপেল বসুনিয়া, ডিমলা রিপোর্টাস ইউনিটির আহবায়ক বাদশা সেকেন্দার ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর রেজা, সমাজকল্যাণ সংস্হার সংস্হার হেড অব মনিটরিং মিলন চন্দ্র সরকার,নারী উদ্দোক্তা ও সাংবাদিক শিরিন আক্তার আশা প্রমূখ।

 প্রশিক্ষণে নীলফামারীর ডোমার,ডিমলা ও জলঢাকার ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। 

পরে নবীন সাংবাদিকদের কে "জলঢাকা নিউজ" এর পক্ষ থেকে তাদের সার্টিফিকেট বিতরণ করা হয়।

 সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণে উপস্থিত উদীয়মান তরুন সাংবাদিকদের কাছে এ প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, তারা বলেন শেখার জন্য অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন আছে।আর সাংবাদিকতা  তো একটি মহৎ ও সেনসেটিভ পেশা,যা পালনে প্রশিক্ষণ বিহীন সফল হওয়া সম্ভব নয়।তারা 'জলঢাকা নিউজের " এ উদ্যোগকে স্বাগত জানান।