বাবা দিনমজুর,ছোট বেলায় মা চলে গেছেন না ফেরার দেশে। সৎ মায়ের মাঝে বেড়ে ওঠা লতা রায়ের নীলফামারীর সদর উপজেলার গোড়গ্রাম নিজপাড়া এলাকার দিনমজুর জগেন রায়ের এক ছেলে এক মেয়ের মধ্যে বড় লতা রায় (২০)। দিনমজুর বাবার অভাব অনাটনার সংসারে লতা রায়ের পড়ালেখা করাটাই ছিল বড় কঠিন। তারপরেও অভাবকে হার মানেনি সে। প্রাইমারীর সমাপনী,জেএসসি পরিক্ষায় এ+ পাওয়ার পর পড়াশোনার জন্য গ্রামের বিত্তবান ও স্কুলের কয়েকজন শিক্ষকদের সহযোগিতার টাকা দিয়ে ২০১৭ সালে গোড়গ্রাম স্কুল এন্ড কলেজ থেকে এস.এস.সি পরিক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান শাখায় এ+ পান লতা রায়। পরবর্তীতে এইচ.এস.সি পরিক্ষায় অংশ নিতে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক সগযোগিতায় নীলফামারী সরকারি কলেজে ভর্তি হয়। এ বছর এইচ.এস.সি রেজাল্ট হাতে পাওয়ার পর ডাক্তার হওয়ার আশা বুকে নিয়ে মানুষ মানুষের জন্য নামে ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ঢাকায় ৩ মাস কোচিং চালিয়ে যান লতা রায়।
Monday, March 15, 2021
Friday, March 12, 2021
আপেলের পুষ্টি গুন জানেন কি?
আপেল উপকারী একটি ফল। এটি আপনি প্রতিদিনই খেতে পারেন এতে আছে দারুণ সব উপকার। প্রতিদিন এক গাদা ভিটামিন ট্যাবলেট না খেয়ে খান একটি করে আপেল।
১। আপেল স্মৃতি বিনষ্ট হওয়া রোধ করে।
২। লাং, কোলন ও প্রস্টেট ক্যান্সাররোধ করে।
৩। কোলেস্টেরল কমায়।
৪। ওজন নিয়ন্ত্রনে সহায়তা করে।
৫। হাড়ের সুরক্ষা করে।
৬। ওজন নিয়ন্ত্রনে সহায়তা করে।
৭। এজমা নিয়ন্ত্রনে সহায়তা করে।
প্রবাদে আছে, ‘প্রতিদিন একটি আপেল খেলে আর চিকিৎসকের কাছে যাওয়া লাগে না।’ আপেলের গুণ অনেক। তবে লাল আপেলের চেয়ে সবুজ আপেলের গুণ বেশি। সবুজ আপেল লাল আপেলের মতো তেমন স্বাদযুক্ত না হলেও এই আপেলের রয়েছে অনেক উপকারিতা। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।
১. আঁশ
সবুজ আপেলে রয়েছে আঁশ। আঁশ হজমে সাহায্য করে। এটি বাউয়েল মুভমেন্ট ঠিক রাখে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে।
২. হাড় শক্ত করে
সবুজ আপেলের মধ্যে রয়েছে আয়রন, কপার, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজম পটাশিয়াম ইত্যাদি। এই মিনারেলগুলো হাড়কে শক্ত রাখে। এটি থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যক্রমে সাহায্য করে।
৩. কোলন ক্যানসার প্রতিরোধ করে
সবুজ আপেলের আঁশ কোলন ক্যানসার প্রতিরোধে কাজ করে।
৪. বিপাক ক্ষমতা বাড়ায়
সবুজ আপেলের আঁশ হজম ভালো করে। বাউল মুভমেন্ট ভালো করে। এ জন্য এটি বিপাক ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
৫. রক্তের বাজে কোলেস্টেরল কমায়
সবুজ আপেল রক্ত থেকে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমায়। ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায়।
৬. আলঝেইমার রোগ প্রতিরোধ করে
সবজু আপেলে থাকা উপাদান মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে। এটি প্রবীণ বয়সে আলঝেইমার রোগ প্রতিরোধে কাজ করে।
৭. লিভার সুস্থ রাখে
সবুজ আপেলের মধ্যে থাকা উপাদান লিভারকে ভালো রাখে। এটি বিভিন্ন ধরনের লিভারের সমস্যা প্রতিরোধ করে।
৮. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
সবুজ আপেলের মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেল। এগুলো বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধ করে। তাই সবুজ আপেলকে নিয়মিত খাদ্যতালিকায় রাখুন।
সংগৃহীত
Wednesday, March 3, 2021
Deputy Commissioner of Rangpur at the house of the first martyrs of the War of Liberation
The first martyr of the war of liberation in Bangladesh was Shanku Samajdar of Rangpur. The strike was observed in Rangpur on March 3, 1971. Shanku Samajdar was shot dead during a protest rally in support of the strike. Since then, the people of Rangpur have been celebrating this day as Shaheed Shanku Day.
On this occasion, Mr. Md. Asib Ahsan, Deputy Commissioner of Rangpur District visited the house of Shaheed Shanku Samajdar at 12 noon today. During this time he met Dipali Samajdar, the mother of Shaheed Shanku Samajdar and inquired about her. Meanwhile, Deputy Commissioner Shahid Shanku handed over the check for financial assistance to Dipali Samajdar's mother.
Tuesday, March 2, 2021
Real Heroin Mother Of Sumaiya
Sumaiya Akter's blind mother Nilufar Yasmin begged in front of the Azad Mosque in the capital's Gulshan. When the mother begs, Sumaiya, who is in the third grade of a school in Karail slum, finishes her studies sitting next to her. He is leading his mother in the afternoon.
Gulshan Avenue, Dhaka, 1 March.
Photo- Dipu malakar