Showing posts with label বিভাগীয় খবর. Show all posts
Showing posts with label বিভাগীয় খবর. Show all posts

Friday, October 28, 2022

রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক

রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক

 


রংপুর প্রতিনিধিঃ

এবার রংপুরে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক সমিতি। শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ। তবে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দাবি, তাদের ডাকা ধর্মঘটের সঙ্গে বিএনপির গণসমাবেশের কোনো সম্পর্ক নেই। মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধ ও প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, বুধবার (২৬ অক্টোবর) রাতে জেলা মোটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও কার-মাইক্রোবাস মালিক সমিতির নেতাসহ সাধারণ মালিকদের নিয়ে যৌথ জরুরি সভা হয়।


সেখানে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরের সব রুটে বাস, মিনিবাস, ট্রাক এবং মাইক্রোবাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। গণসমাবেশ ঘিরে মোটর মালিক সমিতির এমন সিদ্ধান্তে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। তবে ধর্মঘট নিয়ে চিন্তিত না বিএনপি নেতারা। গণসমাবেশে আসার জন্য মানুষ উদগ্রীব।গণসমাবেশের জনস্রোত ধর্মঘট দিয়ে আটকানো যাবে না।


 বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণমাধ্যমকে বলেন, সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে নানা কৌশল অবলম্বন করছে। বিএনপির সমাবেশ ঘিরে সরকারের চাপে মালিক সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানাই।


মালিক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন; তারা কীভাবে একটি রাজনৈতিক দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে ধর্মঘট ডাকে? এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য মালিক সমিতিকে আহবান জানান তিনি।

Thursday, October 27, 2022

জলঢাকা থানায় ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত

জলঢাকা থানায় ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদকঃ


নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় থানা চত্ত্বরে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে থানার প্যারেড গ্রাউন্ডে জলঢাকা থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের নিয়ে দূর্ঘটনা কবলিত ভিকটিম উদ্ধার ও বিভিন্ন দূর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল উপস্থাপন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ  ফিরোজ কবির, পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আব্দুর রহিম,  জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ রিফাত হোসেন সহ জলঢাকা থানার সকল অফিসার/ফোর্স ও জলঢাকা ফায়ার সার্ভিসের সদস্যরা।

Wednesday, September 1, 2021

Dimla Upazila has been declared as 100% Scouts Upazila

Dimla Upazila has been declared as 100% Scouts Upazila


Special correspondent

 

 Dimla Upazila of Nilphamari has been declared as 100% Scouts Upazila as Scout Unit Leaders have been formed in all educational institutions.


Local MP Bir Muktijoddha Aftab Uddin Sarkar declared 100 per cent Scouts Upazila from Virtually Connected in the hall of Bir Muktijoddha Aftab Uddin Sarkar Hall of Dimla Islamia Degree College on Tuesday (August 31). Deputy Commissioner Hafizur Rahman Chowdhury presided over the function. At the same time, the MP said, the role of the scout movement is important in building a nation with moral and humane people including living an orderly life. Therefore, he called upon all the unit leaders of the upazila to intensify the scout movement in schools.


District Education Officer Shafiqul Islam, Upazila Parishad Chairman Bir Muktijoddha Tabibul Islam, Upazila Nirbahi Officer Jayshree Rani Roy, Kishoreganj Upazila Nirbahi Officer Amit Chakraborty, Bangladesh Scouts Dinajpur Region Deputy Director Abdur Rashid, Secretary Abu Saeed, Upazila Parishad Vice Chairman Nirendra were present. Nath Roy, Women Vice Chairman Ayesha Siddique, District Scouts Secretary Golam Kibria, Thana Officer-in-Charge (OC) Sirajul Islam, Upazila Awami League General Secretary Anwarul Haque Sarkar Mintu, Upazila Scouts Vice-President and Headmaster Lutfar Rahman, Upazila Scouts Secretary Prashant Kumar Dutt and Mortuza Islam, secretary of Jaldhaka Upazila Scouts. The event, organized by Dimla Upazila Scouts, was attended by public representatives, government officials, headmasters of all schools and unit leaders.

Wednesday, March 10, 2021

A preparatory meeting was in Rangpur on the Occasion of Genocide  Day and Great Independence Day

A preparatory meeting was in Rangpur on the Occasion of Genocide Day and Great Independence Day




 A preparatory meeting has been held in Rangpur on the occasion of Genocide Day on March 25 and Great Independence and National Day on March 26.  The meeting was held today (March 9) at 11:30 am in the conference room of the Deputy Commissioner's office.  The preparatory meeting was presided over by Mr. Md. Asib Ahsan, Deputy Commissioner, Rangpur.  The meeting was attended by representatives of various government and private departments, freedom fighters, people's representatives, political leaders, representatives of socio-cultural organizations and other concerned persons.  The meeting decided to hold various activities in Rangpur on the occasion of Genocide Day and Great Independence Day.

Wednesday, March 3, 2021

দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?

দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?

 রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি লিফটের ভেতর থেকে গত সোমবার এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রুবাইয়া ইয়াসমিন রিমু (২২) নামে ওই তরুণী কারমাইকেল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, রিমুকে অপহরণের পর হত্যা করে লিফটের ভেতর লাশ ফেলে পালিয়ে গেছে এলাকার দুই যুবক। কিন্তু ওই দুই যুবকের পরিবারের দাবি, তাদের একজনের সঙ্গে প্রেমের সূত্র ধরে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছে তরুণী।


জানা যায়, সোমবার সকাল ১১ টার দিকে লিফটের ভেতর তাকে পড়ে থাকতে দেখেন হাসপাতালের লোকজন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্মচারীরা জানান, দুই যুবক তরুণীকে যখন নিচতলার লিফটে তুলছিলেন তখন তারা দেখেছেন। কিন্তু তারপর তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

নিহত রিমুর বাবা আবদুর রাজ্জাক নীলফামারীর জলঢাকা থানায় এ ব্যাপারে একটি মামলা করেছেন। মামলার এজাহারে নীলফামারী সদরের কচুকাটা তালুক-মানুষমারা গ্রামের বাড়ি থেকে কোচিং করতে টেংগনমারী যাওয়ার পথে রিমুকে অপহরণ এবং হত্যা করে লাশ মেডিক্যালে ফেলে যাওয়ার অভিযোগ করা হয়েছে। আবদুর রাজ্জাক বলেন, করোনার কারণে কলেজ বন্ধ

থাকায় রিমু বাড়িতে থেকে কোচিং করছিল। প্রায়ই ফয়সাল (২৫) ও রিজভী (২০) কোচিংয়ে যাওয়া-আসার সময় আমার মেয়েকে উত্ত্যক্ত করত। এ জন্য ফয়সালকে ডেকে অনেকবার বুঝিয়েছি। কিন্তু সে অনুরোধ শোনেনি। তারপরও তারা উত্ত্যক্ত করত।

ফয়সাল ঢাকার সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রিজভী উচ্চমাধ্যমিক পাস। ঘটনার পর থেকে তারা দুজনই পলাতক রয়েছেন।

রিমুর পরিবারের অভিযোগ, তারা কথা না শোনার কারণে রিমুর ভাই ইমন কয়েক দিন আগে ফয়সাল ও রিজভীকে মারধর করেন। আর এর প্রতিশোধ নিতেই তারা রিমুকে নির্মমভাবে হত্যা করেছে।

গতকাল স্হানীয় এলাকা বাসী দুঃখ প্রকাশ করে,ফয়সাল ও তার বন্ধু রিজভীকে নির্দোষ দাবী করে কচুঁকাটা বাজারে মানববন্ধন করেন।

তবে ফয়সাল ও তার বন্ধু রিজভীর পরিবারের দাবি, রিমু ও ফয়সালের মধ্যে দীর্ঘদিনের প্রেম ছিল। সোমবার দুজন মিলে মোটরসাইকেলে করে পাশের জলঢাকা উপজেলার রাজাহাট এলাকায় ঘুরতে যান। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন রিমু। তাকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিক্যালে নেওয়ার পর তিনি মারা যান। তবে হাসপাতালে তোলার সময় রিমু মারা গেলে লিফটের ভেতর লাশ রেখে ভয়ে ফয়সাল ও রিজভী পালিয়ে যান বলে দাবি তাদের পরিবারের।

জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার স্থান জলঢাকা থানা এলাকায় হওয়ায় এ ব্যাপারে সোমবার রাতেই নিহত ছাত্রীর বাবা আবদুর রাজ্জাক এ থানায় একটি মামলা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং অভিযুক্ত দুজনকে না পাওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা জানা যাবে না। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tuesday, March 2, 2021

A Carmichael college student charged with murder after abduction

A Carmichael college student charged with murder after abduction




 Rubaiya Yasmin Remu, an honors second year student of Bangla department of Rangpur Carmichael College, has been abducted and killed.  The incident took place at Nilphamari Sadar on Monday (March 1).


 Remu's family said that he used to do tuition as the college was closed for a long time.  As usual, on Monday (March 1) morning, Remu was going to do tuition on foot from Kachukata in his home Nilphamari Sadar.  At that time, two young men named Faisal and Rizvi blocked his way and tried to take him to Jaldhakar on a motorcycle.


 After a while, the family members came to know that Remu fell from the moving motorcycle and was seriously injured.  Later, the family members found out who or who took Remu to Rangpur Medical College Hospital and the doctor declared him dead.



 

 Remu's brother said that Faisal had been harassing Remu for a long time.  When the family members were informed about the matter, he protested and had a quarrel with Faisal.  Due to this, Remu was picked up today and brutally pushed from the motorcycle and killed.


 The accused Faisal is the son of Abdullah Hossain of Kachukata Union and his friend Rizvi is the son of Zahidul Hossain Master of the same area.  They were both neighbors of Remu.


  An unnatural death case was filed at Nilphamari police station and preparations were underway to file a case at Rangpur Kotwali and Jaldhaka police stations.

Monday, March 1, 2021

নীলফামারীর জলঢাকায় নবীন সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

নীলফামারীর জলঢাকায় নবীন সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

 সাংবাদিকতা একটি মহান ও চ্যালেন্জিং পেশা।তাই রাষ্ট্রীয় রীতিনীতি মাথায় রেখে দায়বদ্ধতা ও মানবিক বোধ থেকে সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।


আজ রবিবার নীলফামারীর জলঢাকা (সিএলসি)প্লান অফিসে শো প্রকল্প - ২ এর সহযোগীতায় "জলঢাকা নিউজ" অনলাইন পত্রিকার উদ্যোগে স্হানীয় নবীন সাংবাদিকদের পেশাগত মান দক্ষতা উন্নয়নে দিনব্যাপী সাংবাদিকতার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বুনিয়াদি সাংবাদিকতার ধরন, কৌশল,ধাপ সমূহ, বস্তু নিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং চ্যালেন্জ সম্পর্কে অবহিতকরন করা হয়।এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম।

বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের নীলফামারী জেলা প্রতিনিধি ও 'জলঢাকা নিউজ' এর নির্বাহী সম্পাদক মর্তুজা ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্পাদক বজলুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস কেন্দ্রীয় কমিটির জেলা কমিটির সভাপতি এবং  নীলচোখ পত্রিকার সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ, ল্যাম্ব প্ল্যান শো ২ প্রজেক্টের ম্যানেজার ডাঃ ওমর ফারুক, বিসিসি এন্ড কমিউনিকেশন স্পেশালিষ্ট শো প্রজেক্ট শাহিনা সুলতানা, শো ২ প্রজেক্টের উপজেলা ম্যানেজার ফ্রান্সিস হাজং, চিলাহাটি ওয়েব সাইটের সম্পাদক আপেল বসুনিয়া, ডিমলা রিপোর্টাস ইউনিটির আহবায়ক বাদশা সেকেন্দার ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর রেজা, সমাজকল্যাণ সংস্হার সংস্হার হেড অব মনিটরিং মিলন চন্দ্র সরকার,নারী উদ্দোক্তা ও সাংবাদিক শিরিন আক্তার আশা প্রমূখ।

 প্রশিক্ষণে নীলফামারীর ডোমার,ডিমলা ও জলঢাকার ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। 

পরে নবীন সাংবাদিকদের কে "জলঢাকা নিউজ" এর পক্ষ থেকে তাদের সার্টিফিকেট বিতরণ করা হয়।

 সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণে উপস্থিত উদীয়মান তরুন সাংবাদিকদের কাছে এ প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, তারা বলেন শেখার জন্য অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন আছে।আর সাংবাদিকতা  তো একটি মহৎ ও সেনসেটিভ পেশা,যা পালনে প্রশিক্ষণ বিহীন সফল হওয়া সম্ভব নয়।তারা 'জলঢাকা নিউজের " এ উদ্যোগকে স্বাগত জানান।