Showing posts with label অপরাধ. Show all posts
Showing posts with label অপরাধ. Show all posts

Thursday, September 2, 2021

নারায়নগঞ্জের অনিক কাউনিয়ায় আটক

নারায়নগঞ্জের অনিক কাউনিয়ায় আটক



মোঃসাইফুল ইসলাম 

কাউনিয়া(রংপুর),প্রতিনিধি: 

রংপুরের কাউনিয়ায় তিন মাস আগে তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেখা করতে এসে নারায়নগঞ্জের অনিক নামের একজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। 

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার হরিচরনশর্মা গ্রামের নিরমল চন্দ্রের মেয়ে পিংকী রানী নারায়নগঞ্জে একটি কারখানায় চাকুরী করার সুবাদে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ফাতেমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অনিক হোসেনের (২১) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সাড়ে তিন মাস আগে অনিক - পিংকী বিয়ে করে সংসার শুরু করে আসছে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন বেশ ভালো কাটছিলো। বিষয়টি পিংকীর পরিবারের লোকজনের মাঝে জানাজানি হলে গত আটদিন আগে তারা পিংকীকে হাত করে অনিকের সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। স্থানীয় স্কুলের শিক্ষক মাহবুবার রহমান বলেন,  গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে থগেনের চাতাল মোড় এলাকায় অপরিচিত অনিক নামের ছেলেকে দেখে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অনিক হোসেন সব কিছু খুলে বলেন। এবং সে আরো বলেন পিংকী তাকে ফোন করে এখানে আসতে বলেছে। পরে স্থানীয় লোকজন জড়ো হলে তাকে আটক করে থানায় খবর দেয়া হয়। 

পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনিককে আটক করে থানায় নিয়ে আসে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান জানান,  বৃহস্পতিবার অনিককে ১৫১ ধারায় আটক দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Sunday, March 14, 2021

রংপুরে দুই ছাত্রকে পিটুনি,মাদ্রাসা শিক্ষক কারাগারে

রংপুরে দুই ছাত্রকে পিটুনি,মাদ্রাসা শিক্ষক কারাগারে

 রংপুরের গঙ্গাচড়ায় দুই ছাত্রকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলা পরিষদ চত্বরের ইয়াহিয়া ঊলম হাফিজিয়া কওমি মাদ্রাসা শিক্ষক মো. মোস্তাকিন বিল্লাহ (৩০) কে গ্রেপ্তার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত মোস্তাকিন উপজেলার উত্তর বিরাবাড়ি এলাকার শাআলম মিয়ার ছেলে।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার জানান, অভিযোগ আছে শনিবার দুপুরে ব্যক্তিগত পানির জগ অনুমতি না নিয়ে ব্যবহার করায় মাসুদ রানা (১৩) ও শামীম মিয়া (১৪) নামে  দুই ছাত্রকে লাঠি দিয়ে বেধড়ক পেটান শিক্ষক মোস্তাকিন বিল্লাহ।

পরে কয়েকজন ছাত্র  রাত ১টার দিকে থানায় গিয়ে ঘটনাটি জানায়। রাতেই ওই শিক্ষককে আটক করে পুলিশ। পরে রোববার সকালে মাসুদ রানার বাবা আব্দুল মালেক গঙ্গাচড়া থানায় মামলা করেন।


Saturday, March 6, 2021

রংপুরে রিমু হত্যার বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

রংপুরে রিমু হত্যার বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

 বিশেষ প্রতিনিধি,রংপুরঃ



রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী (২০১৮-১৯) রুবাইয়া ইসলাম রিমু হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী'রা।আজ শনিবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকে মানববন্ধন থেকে এ দাবী জানান।

গত পহেলা মার্চ সোমবার নীলফামারীর কচুকাটা ইউনিয়নের তালুক মানুষ মরা গ্রামের বাড়ি থেকে টেংগনমারী বাজারে প্রাইভেট পড়ার কথা বলে বের হন রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রুবাইয়া ইসলাম রিমু।সেখান থেকে বন্ধু ফয়সালের মটরসাইকেল এ ঘুরতে যাওয়ার সময় জলঢাকার রাজারহাট নামক জায়গায় মটর সাইকেল থেকে পরে যেয়ে গুরুতর আহত হন।তাৎক্ষণিক স্হানীয় জলঢাকা মেডিকেল কমপ্লেক্স এ নিয়ে গেলে,অবস্হার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ এ নিয়ে আসে।এ সময় রিমুর মৃত্যু ঘটলে লাশ ফেলে ফয়সাল ও তার বন্ধু পালিয়ে যায়।
এ ঘটনায় জলঢাকা থানায় ফয়সাল ও রিজভী সহ অজ্ঞাত নামা কয়েকজনের নামে রিমুর বাবা আব্দুর রাজ্জাক মামলা করেন।

এসময় মানববন্ধনে কারমাইকেল কলেজের বাংলা  বিভাগীয় প্রধান প্রফেসর জিতেন্দ্রনাথ সরকার বলেন,অপরাধী যেই হোক সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আসামীকে খুজে দ্রুত আইনের আশ্রয়ে আনার আহ্বান জানাই। 

শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব পাবেল রহমান হিমেল বলেন, এর আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর রুখিয়া রাউৎ এর যেরকম মৃত্যু হয়েছে।রিমুর মৃত্যুও একইরকম রহস্য জনক।আজ'কে আমার বোন,কাল আপনার বোন এটা হতে পারে না। 

এ সময় মানববন্ধনে কারমাইকেল কলেজ এর শিক্ষার্থী  পরিষদের সচিব সৌধ,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা হিমু হত্যার বিচার চেয়ে প্রশাসন কে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেয়।

উল্লেখ্য যে,গতকাল রংপুর প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় সমাজের ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়,অন্যথায় সারাদেশে আন্দোলন করা হবে বলে জানান।

Friday, March 5, 2021

রংপুরে বীণার প্রেম ও যৌনতার ফাঁদে সর্বশান্ত অনেকে

রংপুরে বীণার প্রেম ও যৌনতার ফাঁদে সর্বশান্ত অনেকে

 


সংবাদকর্মীর নাম
  •  প্রকাশ কাল: শুক্রবার, ৫ মার্চ

রংপুরের বীণা রানী। প্রেম ও যৌনতার ফাঁদে ফেলে যুবকদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন তিনি। তার টার্গেট ছিল গ্রামের সহজ-সরল যুবক ও ব্যবসায়ী।

সুন্দরী মেয়েদের দিয়ে টার্গেটকৃত ব্যক্তিকে প্রেমের জালে জড়াতেন বীণা। এরপর নিজ বাড়িতে এনে অসামাজিক কার্যকলাপ চালাতেন। অর্থ হাতিয়ে নিতে তরুণীসহ ছবি তুলে তাদের ব্ল্যাকমেইলের ফাঁদে ফেলতেন। এভাবে কৌশলে অর্থ আদায় করতেন বীণা। টাকা না দিলে ওই ব্যক্তির ওপর চলত বীণার সন্ত্রাসী বাহিনীর নির্যাতন।

বীণার এমনই ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন অনেকে। বাদ যাননি গঙ্গাচড়া উপজেলার এক কর্মকর্তাও। আইনের চোখকে ধুলো দিতে ক্ষণে ক্ষণে নাম পরিবর্তন করতেন বীণা। কখনো বীণা রানী, কখনো মুক্তা, কখনোবা সুমি হিসেবে পরিচয় দিতেন। রংপুর নগরীতে ৪টি বাড়ি রয়েছে বীণার। তার বাসা রংপুর নগরীর ধাপস্থ গাইবান্ধা বিআরটিসি বাসকাউন্টার এলাকায়।

বৃহস্পতিবার দুপুরে বীণাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এসব তথ্য বেরিয়ে আসে বলে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ।

তিনি জানান, বীণা দীর্ঘদিন ধরে প্রেম ও যৌনতার ফাঁদে ফেলে ভাড়া বাসায় যুবক ও ব্যবসায়ীদের এনে জিম্মি করে অর্থ হাতিয়ে নিতেন। সম্প্রতি নীলফামারীর এক ব্যবসায়ী বীণার ফাঁদে পড়ে আড়াই লাখ টাকা হারালে তিনি থানায় মামলা দায়ের করেন। এরপর দুপুরে মেট্রোপলিটন কোতয়ালি পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে বীণাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে, পুলিশ নুরপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সদস্য জাহাঙ্গীর আলম ওরফে কচি (৩৪), আহসান হাবীব (২৫), শ্রী বিষ্ণু রায় ওরফে আকাশ (১৯), সেকেন্দার রাজা (২৮), শ্যামল ওরফে নুর ইসলাম (৫৫), সোহাগী ওরফে রাজিয়া (৩২), জোনাকি ওরফে তিশা (২১), জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাতি (২০), শাহনাজ (৩৫) ও লিজা মনিকে (১৯) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা ১৩টি মোবাইল ফোন, প্রতারণার ফাঁদে ফেলে নেওয়া ৩টি এটিএম কার্ড ও নগদ ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

ওসি আব্দুর রশিদ বলেন, সম্প্রতি বীণার প্রতারণার ফাঁদে পড়ে গঙ্গাচড়া উপজেলা পরিষদের এক কর্মকর্তা ৮৫ হাজার টাকা খোয়ান। এ ঘটনায় ১৩ ফেব্রুয়ারি থানায় একটি মামলা দায়ের করেন তিনি। বীণা দীর্ঘদিন ধরে সুন্দরী তরুণীদের ব্যবহার করে অনেককে জিম্মি করে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মানবপাচারের ২টি মামলাও রয়েছে।

খবরঃসমকাল

Wednesday, March 3, 2021

দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?

দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?

 রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি লিফটের ভেতর থেকে গত সোমবার এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রুবাইয়া ইয়াসমিন রিমু (২২) নামে ওই তরুণী কারমাইকেল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, রিমুকে অপহরণের পর হত্যা করে লিফটের ভেতর লাশ ফেলে পালিয়ে গেছে এলাকার দুই যুবক। কিন্তু ওই দুই যুবকের পরিবারের দাবি, তাদের একজনের সঙ্গে প্রেমের সূত্র ধরে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছে তরুণী।


জানা যায়, সোমবার সকাল ১১ টার দিকে লিফটের ভেতর তাকে পড়ে থাকতে দেখেন হাসপাতালের লোকজন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্মচারীরা জানান, দুই যুবক তরুণীকে যখন নিচতলার লিফটে তুলছিলেন তখন তারা দেখেছেন। কিন্তু তারপর তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

নিহত রিমুর বাবা আবদুর রাজ্জাক নীলফামারীর জলঢাকা থানায় এ ব্যাপারে একটি মামলা করেছেন। মামলার এজাহারে নীলফামারী সদরের কচুকাটা তালুক-মানুষমারা গ্রামের বাড়ি থেকে কোচিং করতে টেংগনমারী যাওয়ার পথে রিমুকে অপহরণ এবং হত্যা করে লাশ মেডিক্যালে ফেলে যাওয়ার অভিযোগ করা হয়েছে। আবদুর রাজ্জাক বলেন, করোনার কারণে কলেজ বন্ধ

থাকায় রিমু বাড়িতে থেকে কোচিং করছিল। প্রায়ই ফয়সাল (২৫) ও রিজভী (২০) কোচিংয়ে যাওয়া-আসার সময় আমার মেয়েকে উত্ত্যক্ত করত। এ জন্য ফয়সালকে ডেকে অনেকবার বুঝিয়েছি। কিন্তু সে অনুরোধ শোনেনি। তারপরও তারা উত্ত্যক্ত করত।

ফয়সাল ঢাকার সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রিজভী উচ্চমাধ্যমিক পাস। ঘটনার পর থেকে তারা দুজনই পলাতক রয়েছেন।

রিমুর পরিবারের অভিযোগ, তারা কথা না শোনার কারণে রিমুর ভাই ইমন কয়েক দিন আগে ফয়সাল ও রিজভীকে মারধর করেন। আর এর প্রতিশোধ নিতেই তারা রিমুকে নির্মমভাবে হত্যা করেছে।

গতকাল স্হানীয় এলাকা বাসী দুঃখ প্রকাশ করে,ফয়সাল ও তার বন্ধু রিজভীকে নির্দোষ দাবী করে কচুঁকাটা বাজারে মানববন্ধন করেন।

তবে ফয়সাল ও তার বন্ধু রিজভীর পরিবারের দাবি, রিমু ও ফয়সালের মধ্যে দীর্ঘদিনের প্রেম ছিল। সোমবার দুজন মিলে মোটরসাইকেলে করে পাশের জলঢাকা উপজেলার রাজাহাট এলাকায় ঘুরতে যান। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন রিমু। তাকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিক্যালে নেওয়ার পর তিনি মারা যান। তবে হাসপাতালে তোলার সময় রিমু মারা গেলে লিফটের ভেতর লাশ রেখে ভয়ে ফয়সাল ও রিজভী পালিয়ে যান বলে দাবি তাদের পরিবারের।

জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার স্থান জলঢাকা থানা এলাকায় হওয়ায় এ ব্যাপারে সোমবার রাতেই নিহত ছাত্রীর বাবা আবদুর রাজ্জাক এ থানায় একটি মামলা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং অভিযুক্ত দুজনকে না পাওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা জানা যাবে না। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tuesday, March 2, 2021

Mobile court to prevent adulterated food in Rangpur

Mobile court to prevent adulterated food in Rangpur




 A mobile court was conducted by the Rangpur district administration on Tuesday (March 2) afternoon in Rangpur city to prevent adulterated food.  Wise executive magistrate of the district administration Mahmud Hasan Mridha led the anti-tampering campaign.


 Evidence of sale of rotten and stale food in dirty environment was found in 5 restaurants during anti-adulteration campaign.  Five restaurant owners have been fined a total of Tk 20,000 for selling stale and stale food.


 The Rangpur district administration's wise executive magistrate said the district administration would continue such campaigns to ensure safe food for the city dwellers.


 Sanitary inspectors and members of the Metropolitan Police took part in the operation.

রংপুর মেডিকেল হাসপাতালে ছাত্রীর লাশ রেখে পালালেন তরুণ

রংপুর মেডিকেল হাসপাতালে ছাত্রীর লাশ রেখে পালালেন তরুণ



রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গতকাল সোমবার বেলা ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় এক তরুণীকে নিয়ে আসেন এক তরুণ। ১১টা ৫৫ মিনিটে ছাত্রীটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।


এরপর লাশটি হাসপাতালেই ফেলে পালিয়ে যান ওই তরুণ। হাসপাতালের জরুরি বিভাগে দুর্ঘটনায় মেয়েটি আহত হয়েছিল বলে লেখা রয়েছে।


পরে জানা যায়, নিহত তরুণীর নাম রুবাইয়া ইয়াসমিন রিমু (২২)। তিনি রংপুর কারমাইকেল কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষে পড়তেন। তাঁর বাড়ি নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নে; বাবার নাম আব্দুর রাজ্জাক।


স্বজনদের অভিযোগ, সোমবার সকালে স্থানীয় দুই তরুণ মোটরসাইকেলে রুবাইয়াকে অপহরণ করার চেষ্টা করে। রুবাইয়া তাঁদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করছিল, একপর্যায়ে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।


রুবাইয়ার স্বজন ও নীলফামারীর জলঢাকার স্থানীয় ব্যক্তিরা জানান, সোমবার সকালে প্রতিদিনের মতো রুবাইয়া বাড়ির পাশের জলঢাকা উপজেলার টেংগনমারী বাজারে কোচিং করতে যান। কোচিং শেষে তাঁরা তিন বান্ধবী বাড়ি ফিরছিলেন। নয়টার দিকে টেংগনমারী বাজারের রজনীগন্ধা হোটেলের সামনে কচুকাটা ইউনিয়নের বর্ম্মতল গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে ফয়সাল হোসেন ও তাঁর সহযোগী রেজভী হোসেন জোর করে রুবাইয়াকে তাঁদের মোটরসাইকেলে তুলে নেন। চার কিলোমিটার দূরে রাজারহাট এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পান রুবাইয়া।


পরে ওই তরুণসহ স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ফয়সাল তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানেই মেয়েটি মারা যান। রুবাইয়ার মৃত্যুর খবর শুনে লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যান ফয়সাল।


রংপুর কোতোয়ালি থানার পুলিশ ও মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সোমবার বেলা ১১টা ৫ মিনিটে এক তরুণ রিমু নাম দিয়ে ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করান। কিছুক্ষণ পরেই মেয়েটি মারা গেলে তাঁকে নিয়ে আসা তরুণকে আর খুঁজে পাওয়া যায়নি।


রুবাইয়ার বাবা আবদুর রাজ্জাক বলেন, ‘ওই ছেলের (ফয়সালের) সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক ছিল না। অপহরণের পর আমার মেয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করছিল। এ কারণে তাকে রাস্তায় ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।’ সোমবার রাতে তিনি জলঢাকা থানায় মামলা করতে গেছেন বলে জানান।


জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মেয়ের বাবা থানায় একটি মামলা দ্বায়ের করেছেন।



A Carmichael college student charged with murder after abduction

A Carmichael college student charged with murder after abduction




 Rubaiya Yasmin Remu, an honors second year student of Bangla department of Rangpur Carmichael College, has been abducted and killed.  The incident took place at Nilphamari Sadar on Monday (March 1).


 Remu's family said that he used to do tuition as the college was closed for a long time.  As usual, on Monday (March 1) morning, Remu was going to do tuition on foot from Kachukata in his home Nilphamari Sadar.  At that time, two young men named Faisal and Rizvi blocked his way and tried to take him to Jaldhakar on a motorcycle.


 After a while, the family members came to know that Remu fell from the moving motorcycle and was seriously injured.  Later, the family members found out who or who took Remu to Rangpur Medical College Hospital and the doctor declared him dead.



 

 Remu's brother said that Faisal had been harassing Remu for a long time.  When the family members were informed about the matter, he protested and had a quarrel with Faisal.  Due to this, Remu was picked up today and brutally pushed from the motorcycle and killed.


 The accused Faisal is the son of Abdullah Hossain of Kachukata Union and his friend Rizvi is the son of Zahidul Hossain Master of the same area.  They were both neighbors of Remu.


  An unnatural death case was filed at Nilphamari police station and preparations were underway to file a case at Rangpur Kotwali and Jaldhaka police stations.