Showing posts with label খেলা. Show all posts
Showing posts with label খেলা. Show all posts

Thursday, October 27, 2022

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়




নিজস্ব প্রতিবেদন


টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরেই চলেছে পাকিস্তান। প্রথমে ভারতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হারের পরে এ বার জ়িম্বাবোয়ের কাছেও হারলেন বাবর আজ়মরা। প্রথমে ব্যাট করে ১৩০ রান করে জ়িম্বাবোয়ে। কিন্তু সেই রান তাড়া করতে গিয়ে চাপে পড়ে পাকিস্তান। পর পর উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১ রানে হারতে হয় বাবরদের।


সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জ়িম্বাবোয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। শুরুটা খুব ভাল করে জ়িম্বাবোয়ে। প্রথম তিন ওভারে ৩১ রান ওঠে। পাওয়ার প্লে-র পঞ্চম ওভারে অধিনায়ক আরভিনকে আউট করে জ়িম্বাবোয়েকে প্রথম ধাক্কা দেন হ্যারিস রউফ। পরের ওভারে সাজঘরে ফেরেন আর এক ওপেনার ওয়েসলি মাধেভেরে।



দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে জ়িম্বাবোয়ে। মিডল অর্ডারে শন উইলিয়ামস ছাড়া কেউ রান পাননি। মিডল অর্ডারে বল হাতে জ্বলে ওঠেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। এই ম্যাচে সুযোগ পেয়ে তাকে কাজে লাগালেন তিনি। চার ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ভাল বল করেন রউফ। উইলিয়ামস করেন ৩১ রান। শেষ দিকে ব্র্যাড ইভান্সের ব্যাটে ১৩০ রান করে জ়িম্বাবোয়ে।

Thursday, September 2, 2021

আড়াই বছর পর আন্তজার্তিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী দল

আড়াই বছর পর আন্তজার্তিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী দল


 সর্বশেষ আন্তজার্তিক ম্যাচটা খেলেছিলো ২০১৯ সালে মার্চে ভারতের বিপক্ষে সাফ নারী চ্যাম্পিয়নশিপে।এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় নি বাংলাদেশ দলের।সুযোগ থাকলেও ২০১৯ সালের এসএ গেমসে কোনো কারন ছাড়াই নারী ফুটবল দলকে পাঠায় নি বাফুফে। পরবর্তীতে করোনাভাইরাস মহামারীতে চেষ্টা করেও ম্যাচ আয়োজন করতে পারে নি।

অবশেষে আড়াই বছর পর আন্তজার্তিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে নেপালে গিয়ে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রীতি ম্যাচ খেলেই উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে নারী ফুটবল দল।উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সমূহ। যেখানে প্রতিপক্ষ শক্তিশালী জর্ডান এবং ইরান।

৬ সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে নারী দলের।সেই লক্ষ্যে গতকাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ গোলাম রাব্বানী ছোটন।সর্বোচ্চ ১৭ জন খেলোয়াড় ডাক পেয়েছেন বসুন্ধরা কিংস থেকে,৫ জন আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব থেকে এবং ১ জন ডাক পেয়েছেন নাসরিন এসসি থেকে।

Friday, March 5, 2021

পাকিস্তান বাদ দিয়ে বাংলাদেশ কে ভালোবাসুনঃ নাফিস

পাকিস্তান বাদ দিয়ে বাংলাদেশ কে ভালোবাসুনঃ নাফিস

 বাংলাদেশের মানুষের পাকিস্তান ভক্তি দেখে যারপরনাই অবাক হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফীস। নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, ‘আমি জানতাম না যে আমাদের দেশবাসী পাকিস্তানকে এত ভালবাসে...’- এমন কথা লেখার পেছনে রয়েছে নির্দিষ্ট কারণ।

বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে স্থগিত করে দেয়া হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। ছয় খেলোয়াড় ও এক টিম স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়, ২০টি ম্যাচ বাকি থাকতেই অনির্দিষ্টকালীন সময়ের জন্য পিছিয়ে দেয়া হয়েছে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।


এই খবরটির ব্যাপারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন শাহরিয়ার নাফীস। একইসঙ্গে বাংলাদেশের ওপর মহান আল্লাহ্ ‌তা’আলার বিশেষ অনুগ্রহ থাকায় শুকরিয়া আদায় করেন তিনি। কিন্তু সেই পোস্টের মন্তব্যের ঘরে বিশেষ একটা গোষ্ঠী নিজেদের পাকিস্তান প্রীতির প্রমাণ দিয়ে নাফীসের বিরুদ্ধে যাচ্ছেতাই বলতে থাকেন।

এর প্রেক্ষিতেই নাফীস আহ্বান জানিয়েছেন, ‘পাকিস্তান ভালোবাসা বাদ দিয়ে নিজের দেশকে ভালোবাসুন।’ আর যদি কেউ নিজেকে বাংলাদেশি না ভাবেন, তাহলে এড়িয়ে যেতে বলেছেন নাফীস। এছাড়াও দুঃপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার মনে হয়, আমরা কেউ কেউ আল্লাহর নেয়ামতে বিশ্বাস করি না।’