Sunday, September 26, 2021

The school affected by Corona will open tomorrow

The school affected by Corona will open tomorrow


Bidhan Chandra Roy, Jaldhaka (Nilphamari)

After a long year and a half of closure, the school was closed for two days on September 23 after three teachers of Chiravija Golna Bidirectional High School in Jaldhaka Upazila of Nilphamari were attacked by corona.

After inspecting the school, Jaldhaka Upazila Secondary Education Officer on Sunday directed to keep the school open from tomorrow.

As a result, there was a mixed process between the students and the parentsMom says you don't have to go to school for a few days. We want to go to school.

Parent Rubina Begum said, "We are happy to open the school after a long time. The children have forgotten everything in a year and a half. They don't understand anything except mobile and TV.

Al Hassan Jahed Nawruji, headmaster of Chira Vija Golna Bidirectional High School, said, "We were conducting classes in our school following proper health rules. Suddenly, three teachers were positive and corona was closed.

Talking to parents and students about the mixed process, he said, "I will tell parents, there is nothing to fear." Everything is normal. We have sanitized the whole school with disinfectant. If anyone is sick, let them know and tell them to stay at home.

Jaldhaka Upazila Secondary Education Officer Chanchal Kumar Bhowmik said that all the teachers and students there are still wellEven then, if there is any news of infection, further action will be taken subject to discussion.

Friday, September 3, 2021

পোস্ট আপনার, অশান্তি অন্যের!

পোস্ট আপনার, অশান্তি অন্যের!



Daily image bd.com

ইন্টারনেট এবং স্মার্টফোন যতই হাতের নাগালে আসছে প্রিয়জন কিন্তু ততই দূরে সরে যাচ্ছে! এক সময় ইন্টারনেট এবং স্মার্টফোন ছিল বিলাসী। কিন্তু সময়ের পরিক্রমায় সেটাই এখন নিত্যপ্রয়োজনীয় বস্তুতে পরিণত হয়েছে। মানুষ একবেলা না খেয়ে থাকার কথা চিন্তা করতে পারে কিন্তু হাতের স্মার্টফোন এবং তার ইন্টারনেটহীনতা ভাবতেই পারেনা।


অনেকের কাছে ব্যাপারটা মাদকের মতোই নেশালু। ফলে দৈনন্দিন সকল খুঁটিনাটি তারা শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই সূত্র ধরে ছড়িয়ে যায় বিভিন্ন পরিবারে। একটা সময় মানুষের ঘরের গোপন খবর গোপন রাখাই নিয়ম ছিল। এমনকি পরিবারের বিশেষ করে যৌথ পরিবারের অন্য সদস্যদেরও জানাতে দ্বিধা বোধ করতো। পারিবারিক মান, অভিমান কিংবা ঝগড়া বিবাদ অথবা আনন্দ উৎসবই হোক না কেন তা একান্তই নিজেদের ভেতরই ছিল।



এখন মানুষ মান অভিমান করলে তার বিস্তারিত তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে অন্যেরা এমনকি অপরিচিতরা সেটা জানছেন। আবার সে মান ভাঙাতে হাজবেন্ড কি ‘উপহার’ দিলো সেটাও পরে শেয়ার করেন। কেউ হয়তো টাকা দিয়ে বানানো তোড়া উপহার দিচ্ছেন কেউবা হিরের দামি আংটি। ফলে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েও আশা রাখেন তার মান ভাঙাতে তার স্বামীও তাকে এসব দেবেন।


কিন্তু আসলেই কি সেটা সম্ভব বা বাস্তব? ফলে এসব নিয়ে বাদানুবাদ আরও বেড়ে যায়। সাধারণ বিবাদ পৌঁছে যায় বিচ্ছেদ পর্যন্ত। অথচ যাদের বিবাদ নিয়ে এসবের সৃষ্টি তারা হয়তো সুখেই কাটাচ্ছেন সংসার। আবার বিবাহবার্ষিকী কিংবা জন্মদিনে স্ত্রী বা প্রেমিকাকে চমকে দিতেও অনেকে অনেক ধরনের আয়োজন করে থাকেন। এক শ্রেনীর মানুষ এসব দেখে মনে মনে সেরকম কিছু প্রত্যাশা করতে থাকেন। আর এসব প্রত্যাশা যখন পূরণ হয়না তখন একটা চাপা ক্ষোভ ভেতরে ভেতরে থেকে যায়, যা পরবর্তীতে বিস্ফোরণে রুপ নেয় অনেকের ক্ষেত্রেই।


তাই নিজেদের আনন্দঘন মুহূর্তের সকল ছবিই যে শেয়ার করতে হবে বিষয়টা সেরকম না। কিছু জিনিস একান্ত থাকাই শ্রেয়। আপনার প্রতি প্রিয়জনের আবেগের বহিঃপ্রকাশ হয়তো অন্যরকম, তাই অন্যের পোস্ট দেখে সেরকম কিছু আশা করাটাও কিন্তু ঠিক না। যদিও এটা যে যার জায়গা থেকেই অনুধাবন করা উচিত কিন্তু বর্তমান অস্থির সময়ে সে সময় আছে কার?



তাই যারা এসব পোস্ট শেয়ার করেন সচেতনতাটা সেখান থেকেই হওয়া জরুরি। কেননা আপনার সুখ যাতে অন্যের অসুখের কারণ হয়ে না দাঁড়ায়। এখানে বলে রাখা ভালো, ফেসবুকে অনেকেই আছেন যারা অন্যের ছবি কপি করে নিজেদের বলেও চালিয়ে দেয়। অর্থাৎ ফেসবুকের বা অন্য সামাজিক মাধ্যমের সকল পোস্টই যে বাস্তবিক সেটা নাও হতে পারে। কিন্তু সে সচেতনতা তো আর সামাজিক যোগাযোগ মাধ্যম সৃষ্টি করতে পারবেনা। সচেতন হতে হবে আমাদের, অর্থাৎ ব্যবহারকারীর। কেননা সামাজিক অবস্থান এবং ব্যক্তি ভেদে মানুষের অনুভূতির বা আবেগের প্রকাশ ভিন্ন হওয়াটা স্বাভাবিক। এমনকি একজন মানুষ চাইলেও তার আর্থিক দুর্বলতার কারণে অনেক কিছুই করতে পারেনা। আবার অনেকে এটাকেই অজুহাত মানেন। তাদের ভাষ্য, চাইলে যে কেউই অল্প অল্প সঞ্চয় করে প্রিয়তমাকে দামি গিফট করতেই পারে। তবে সেটাও কিন্তু সকল অবস্থায় সম্ভব নাও হতে পারে, পরিস্থিতির ভিন্নতায়। কিন্তু আমরা কি সেটা বুঝি?

Thursday, September 2, 2021

নারায়নগঞ্জের অনিক কাউনিয়ায় আটক

নারায়নগঞ্জের অনিক কাউনিয়ায় আটক



মোঃসাইফুল ইসলাম 

কাউনিয়া(রংপুর),প্রতিনিধি: 

রংপুরের কাউনিয়ায় তিন মাস আগে তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেখা করতে এসে নারায়নগঞ্জের অনিক নামের একজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। 

স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার হরিচরনশর্মা গ্রামের নিরমল চন্দ্রের মেয়ে পিংকী রানী নারায়নগঞ্জে একটি কারখানায় চাকুরী করার সুবাদে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার ফাতেমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে অনিক হোসেনের (২১) সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সাড়ে তিন মাস আগে অনিক - পিংকী বিয়ে করে সংসার শুরু করে আসছে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন বেশ ভালো কাটছিলো। বিষয়টি পিংকীর পরিবারের লোকজনের মাঝে জানাজানি হলে গত আটদিন আগে তারা পিংকীকে হাত করে অনিকের সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। স্থানীয় স্কুলের শিক্ষক মাহবুবার রহমান বলেন,  গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে থগেনের চাতাল মোড় এলাকায় অপরিচিত অনিক নামের ছেলেকে দেখে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অনিক হোসেন সব কিছু খুলে বলেন। এবং সে আরো বলেন পিংকী তাকে ফোন করে এখানে আসতে বলেছে। পরে স্থানীয় লোকজন জড়ো হলে তাকে আটক করে থানায় খবর দেয়া হয়। 

পরে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনিককে আটক করে থানায় নিয়ে আসে।

কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান জানান,  বৃহস্পতিবার অনিককে ১৫১ ধারায় আটক দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থগিত ১৬১ ইউনিয়নের ভোট ২০ সেপ্টেম্বর

স্থগিত ১৬১ ইউনিয়নের ভোট ২০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিনিধিঃ


প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে স্থগিত থাকা ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।


তিনি বলেন, প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন। এছাড়া কক্সবাজারের একটি ইউপিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে। এই জন্য ১৬১টি ইউপিতে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


একই দিন স্থগিত থাকা নয়টি পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব।

আড়াই বছর পর আন্তজার্তিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী দল

আড়াই বছর পর আন্তজার্তিক ফুটবলে ফিরছে বাংলাদেশ নারী দল


 সর্বশেষ আন্তজার্তিক ম্যাচটা খেলেছিলো ২০১৯ সালে মার্চে ভারতের বিপক্ষে সাফ নারী চ্যাম্পিয়নশিপে।এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয় নি বাংলাদেশ দলের।সুযোগ থাকলেও ২০১৯ সালের এসএ গেমসে কোনো কারন ছাড়াই নারী ফুটবল দলকে পাঠায় নি বাফুফে। পরবর্তীতে করোনাভাইরাস মহামারীতে চেষ্টা করেও ম্যাচ আয়োজন করতে পারে নি।

অবশেষে আড়াই বছর পর আন্তজার্তিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে নেপালে গিয়ে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রীতি ম্যাচ খেলেই উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে নারী ফুটবল দল।উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ সমূহ। যেখানে প্রতিপক্ষ শক্তিশালী জর্ডান এবং ইরান।

৬ সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে নারী দলের।সেই লক্ষ্যে গতকাল ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ গোলাম রাব্বানী ছোটন।সর্বোচ্চ ১৭ জন খেলোয়াড় ডাক পেয়েছেন বসুন্ধরা কিংস থেকে,৫ জন আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব থেকে এবং ১ জন ডাক পেয়েছেন নাসরিন এসসি থেকে।

 There is another children's park in Nilphamari

There is another children's park in Nilphamari


A zoom virtual discussion meeting was held in the conference room of the Deputy Commissioner on the construction of a children's park to enhance the beauty and develop the talents of the children in the abandoned place attached to the International Sheikh Kamal Stadium in Nilphamari.


A virtual meeting was held on Wednesday (August 1) under the chairmanship of Deputy Commissioner and President District Sports Association Nilphamari Md. Hafizur Rahman, Member of Parliament for Nilphamari-2 constituency Asaduzzaman Nur, District Council Chairman Bir Muktijoddha Md. Joynal Abedin, Additional Deputy Commissioner and District Sports Association Md. Azaharul Islam


Also present at the occasion were Md. Samsul Haque, Vice-President, Chamber of Commerce and Vice-President, District Sports Association, Nilphamari; SM Safiqul Alam Dablu, Vice-President, Chamber of Commerce, Nilphamari; District Sports Association Nilphamari and General Secretary Municipal Awami League Nilphamari, Md. Wadud Rahman General Secretary Upazila Awami League Nilphamari, Md. Mizanur Rahman prominent businessmen and members of District Sports Organization Nilphamari.


The meeting unanimously decided to take immediate action to build a children's park.