Showing posts with label বাংলাদেশ. Show all posts
Showing posts with label বাংলাদেশ. Show all posts

Friday, October 28, 2022

উত্তপ্ত রাজপথ,আওয়ামী লীগে আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

উত্তপ্ত রাজপথ,আওয়ামী লীগে আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত




ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হতে শুরু করেছে রাজপথ। বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে বড় শোডাউন দিচ্ছে বিএনপি। আওয়ামী লীগ নেতারা আগেই জানিয়েছেন, তারা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এখনই সরসরি পালটাপালটি কোনো কর্মসূচিতে যেতে চান না। আপাতত নিজেদের দলীয় কর্মসূচির মধ্য দিয়েই রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে চান তারা। 

এ অবস্থায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শুক্রবার। সভায় এ বিষয়ে দলীয় সভাপতির প্রয়োজনীয় দিকনির্দেশনা চাইবেন নেতারা। একই সঙ্গে বিরোধীদের মোকাবিলায় দলের নেতা এবং এমপিদের ভূমিকা কী হবে-তা নিয়েও আলোচনা হবে। নির্বাচনের আগে সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার কৌশলের বিষয়েও নির্দেশনা দেবেন শেখ হাসিনা।

ডিসেম্বরে দলের ২২তম জাতীয় সম্মেলনের আগে এটাই হতে পারে বর্তমান কমিটির শেষ বৈঠক। এই সভা থেকেই আসতে পারে পরবর্তী সম্মেলনের তারিখ নির্ধারণসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গঠন করা হতে পারে সম্মেলন প্রস্তুতির বিভিন্ন উপকমিটি।

এছাড়া সভায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলনের দিনক্ষণও চূড়ান্ত হতে পারে। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধীদের আন্দোলন মোকাবিলার কৌশল এবং নিজেদের কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

সভায় দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলে বিভাগ এবং জেলা-উপজেলাসহ তৃণমূল পর্যন্ত সংগঠনের সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরবেন বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। তারা বিভিন্ন বিষয়ে চাইবেন দিকনির্দেশনা। এছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে। করোনা ও যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের প্রভাব দেশে কতটা পড়বে এবং সে বিষয়ে করণীয় সম্পর্কে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন দলীয় সভাপতি। পাশাপাশি নভেম্বর ও ডিসেম্বরজুড়ে আওয়ামী লীগের দিবসভিত্তিক কর্মসূচি দলে কার্যনির্বাহী সংসদের সভায় চূড়ান্ত হবে।

এবিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা। সেখানে আমাদের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পরে। এছাড়া দলের যেসব সহযোগী সংগঠনের কমিটি মেয়াদোত্তীর্ণ, সেগুলোর সম্মেলন তো করতে হবেই, সেগুলো নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। 

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটির শুরু হবে বিকাল ৪টায়। বৈঠকে আমন্ত্রিত নেতাদের ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণভবনে উপস্থিত হতে চিঠি দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে লিখিত এজেন্ডায় মূলত ১১টি বিষয় রয়েছে। এর মধ্যে আছে-শোক প্রস্তাব পাঠ, ৩ নভেম্বর জেল হত্যা দিবস, ১০ নভেম্বর শহিদ নূর হোসেন দিবস, ২৭ নভেম্বর শহিদ ডা. মিলন দিবস, ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০২২, দেশের আর্থসামাজিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও বিবিধ।

আওয়ামী লীগ নেতারা বলছেন-বৈঠকে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণের পাশাপাশি সম্মেলন প্রস্তুতি কমিটি, ঘোষণাপত্র, দপ্তর, প্রচার-প্রকাশনা, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা, মঞ্চ ও সাজসজ্জা, গঠনতন্ত্র, সাংস্কৃতিক, খাদ্য ও স্বাস্থ্যবিষয়ক উপকমিটি গঠন করে দিতে পারেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সাধারণত জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। গতবারও আওয়ামী লীগের সঙ্গে একই মঞ্চে তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবারও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের বিষয়ে দলীয় সভাপতি বৈঠকে নির্দেশনা দিতে পারেন।

আওয়ামী লীগের সহযোগী বেশ কয়েকটি সংগঠন বর্তমানে মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগকে আগেই সম্মেলনের নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে এই তিন সংগঠনসহ অন্যান্য সহযোগী সংগঠনের সম্মেলনের বিষয়ে নির্দেশনা আসতে পারে। 

স্থানীয় সরকার নির্বাচনসহ নানা কারণে দলের বেশ কিছু নেতাকে কারণ দর্শানোর নোটিশ এবং তৃণমূল থেকে বহিষ্কারের সুপারিশও পাঠানো হয়েছে। এ বিষয়টিও শুক্রবারের সভায় আলোচনায় আসতে পারে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে। 

আইএ/

Thursday, October 20, 2022

জলঢাকা কাজিরহাট পন্থাপাড়া মাদরাসায় শেখ রাসেল দিবস পালন

জলঢাকা কাজিরহাট পন্থাপাড়া মাদরাসায় শেখ রাসেল দিবস পালন





জলঢাকা প্রতিনিধিঃ 

নীলফামারীর জলঢাকা উপজেলার কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ছোটভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে। 


এ উপলক্ষে মঙ্গলবার সকালে মাদরাসা হলরুমে অধ্যক্ষ মাওলানা হেমায়েত আলম নবেলের সভাপতিত্বে হামদ, নাত, ক্বিরাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, মর্তুজা ইসলাম, হারুন-অর-রশীদ, তশরিফা বেগম, কালিদাস রায়, শিক্ষক আনসারুল হক, সেলিনা বেগম, আব্দুর রাজ্জাক, কছির উদ্দিন ও ক্বারি আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সিদ্দিক ফারুকী। এতে বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেষে ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর মঙ্গল কামনা করেও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার প্রভাষক মাওলানা ছাইদুল ইসলাম। কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা এসব কর্মসুচি পালন করে।

Sunday, September 26, 2021

The school affected by Corona will open tomorrow

The school affected by Corona will open tomorrow


Bidhan Chandra Roy, Jaldhaka (Nilphamari)

After a long year and a half of closure, the school was closed for two days on September 23 after three teachers of Chiravija Golna Bidirectional High School in Jaldhaka Upazila of Nilphamari were attacked by corona.

After inspecting the school, Jaldhaka Upazila Secondary Education Officer on Sunday directed to keep the school open from tomorrow.

As a result, there was a mixed process between the students and the parentsMom says you don't have to go to school for a few days. We want to go to school.

Parent Rubina Begum said, "We are happy to open the school after a long time. The children have forgotten everything in a year and a half. They don't understand anything except mobile and TV.

Al Hassan Jahed Nawruji, headmaster of Chira Vija Golna Bidirectional High School, said, "We were conducting classes in our school following proper health rules. Suddenly, three teachers were positive and corona was closed.

Talking to parents and students about the mixed process, he said, "I will tell parents, there is nothing to fear." Everything is normal. We have sanitized the whole school with disinfectant. If anyone is sick, let them know and tell them to stay at home.

Jaldhaka Upazila Secondary Education Officer Chanchal Kumar Bhowmik said that all the teachers and students there are still wellEven then, if there is any news of infection, further action will be taken subject to discussion.

Thursday, September 2, 2021

স্থগিত ১৬১ ইউনিয়নের ভোট ২০ সেপ্টেম্বর

স্থগিত ১৬১ ইউনিয়নের ভোট ২০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিনিধিঃ


প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে স্থগিত থাকা ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।


তিনি বলেন, প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন। এছাড়া কক্সবাজারের একটি ইউপিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে। এই জন্য ১৬১টি ইউপিতে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


একই দিন স্থগিত থাকা নয়টি পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব।

 There is another children's park in Nilphamari

There is another children's park in Nilphamari


A zoom virtual discussion meeting was held in the conference room of the Deputy Commissioner on the construction of a children's park to enhance the beauty and develop the talents of the children in the abandoned place attached to the International Sheikh Kamal Stadium in Nilphamari.


A virtual meeting was held on Wednesday (August 1) under the chairmanship of Deputy Commissioner and President District Sports Association Nilphamari Md. Hafizur Rahman, Member of Parliament for Nilphamari-2 constituency Asaduzzaman Nur, District Council Chairman Bir Muktijoddha Md. Joynal Abedin, Additional Deputy Commissioner and District Sports Association Md. Azaharul Islam


Also present at the occasion were Md. Samsul Haque, Vice-President, Chamber of Commerce and Vice-President, District Sports Association, Nilphamari; SM Safiqul Alam Dablu, Vice-President, Chamber of Commerce, Nilphamari; District Sports Association Nilphamari and General Secretary Municipal Awami League Nilphamari, Md. Wadud Rahman General Secretary Upazila Awami League Nilphamari, Md. Mizanur Rahman prominent businessmen and members of District Sports Organization Nilphamari.


The meeting unanimously decided to take immediate action to build a children's park.



Thursday, May 13, 2021

 মাস্ক না পড়লে আসছে লাঠি চার্জ করার 'বিধান'

মাস্ক না পড়লে আসছে লাঠি চার্জ করার 'বিধান'



বর্তমান আইনে জনসাধারণের মাস্ক পরা বাধ্য করতে কঠোর হতে পারে না পুলিশ। এজন্য পুলিশকে নির্বাহী ক্ষমতা দিয়ে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।



যাতে পুলিশ জনগণের ওপর প্রয়োজনে ‘লাঠিপেটাও’ করতে পারে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘমেয়াদী উদ্যোগ হিসেবে সরকার এই কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন সরকারের শীর্ষ কয়েকজন কর্মকর্তা।



এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন


বলেন, যারা মাস্ক পরছে তারা সেভ থাকছে। অবস্থা দেখে মনে হচ্ছে না যে করোনা সহজে চলে যাবে।



আমরা মাস্ক পরা শতভাগ নিশ্চিত করতে চাই। এজন্য আইন সংশোধন করে জরিমানাসহ আইনে আরও কঠোরতা রাখা যায় কিনা সেটা ভাবছি।

স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না পরায় বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করছেন। তবে সীমিত সংখ্যক মোবাইল কোর্ট দিয়ে এই কার্যক্রম বিস্তার বা জোরদার সম্ভব হচ্ছে না। এজন্য পুলিশকে কঠোর হতে উদ্যোগ নেওয়া হয়।  


গত ২৬ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে লকডাউন বাড়ানোর সিদ্ধান্তের সময় মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে পুলিশকে যেকোনোভাবে নির্বাহী ক্ষমতাসহ পুলিশ যাতে পেটাতে পারে সে বিষয়টি আলোচনায় আসে।


সরকারের একজন পদস্থ কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা নেবে। কিন্তু আইনে বিধান না থাকায় পুলিশ নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারছে না।


ওই কর্মকর্তা বলেন, মাস্ক না পরলে শাস্তি কী হবে- এমন আলোচনার সময় একজন কর্মকর্তা ‘বেতের বাড়ির’ প্রস্তাব করেন। কিন্তু প্রচলিত আইনে পুলিশের বেতের বাড়ি দেওয়ার সুযোগ নেই। এর পরিপ্রেক্ষিতে আরেকজন আলোচক প্রয়োজনে আইনি সুযোগ তৈরির প্রস্তাব করেন। এরই পরিপ্রেক্ষিতে ‘বেতের বাড়ির’ বিষয়টি কীভাবে আইনি পরিকাঠামোতে আনা হবে, তা ভাবা হচ্ছে।


তিনি বলেন, জরুরি জনস্বার্থ বিষয়ক প্রয়োজনে সরকার বেতের বাড়ি দেওয়ার প্রভিশন আইনে যুক্ত করতে পারে। সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ আইন বা অন্য কোনো আইনে তা বৈধতা দেওয়া হবে।


জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, পুলিশের কাছে নির্বাহী ক্ষমতা না দিলে তারা প্রয়োগ করতে পারবে না। এজন্য আইন সংশোধন করে নির্বাহী ক্ষমতা দেওয়া হবে।  


জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর মধ্যে এই প্রভিশনটা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো জনগণকে নিরাপদ রাখা।


লাঠিপেটা বা বেত্রাঘাতের নিয়ম ব্রিটিশ আমলে থাকলেও পরে তা বাতিল করা হয় বলে কর্মকর্তা জানিয়েছেন। বর্তমানে দেশে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আইনি শাস্তির বড় বিষয়গুলো রয়েছে পেনাল কোডে। কিন্তু পেনাল কোডে বেত্রাঘাত বা লাঠিপেটার বিধান নেই। তবে ‘হুইপিং (চাবুক) অ্যাক্ট, ১৯০৯ নামের একটি আইন চালু আছে। মাস্ক পরার ক্ষেত্রে সেটা ব্যবহার করা যায় কিনা- সেটাও মাথা রাখা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Tuesday, March 23, 2021

বুধবার ১০ মিনিট স্তব্ধ থাকবে তিস্তার দুই পাড়

বুধবার ১০ মিনিট স্তব্ধ থাকবে তিস্তার দুই পাড়





তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিস্তা চুক্তি সই করাসহ ছয় দফা দাবিতে ১০ মিনিটের জন্য স্তব্ধ হয়ে পড়বে তিস্তার দুই পাড়। আগামী বুধবার (২৪ মার্চ) তিস্তার দুই পাড়ের প্রায় ২৩০ কিলোমিটার জুড়ে হাট-বাজার, দোকানপাট বন্ধ রেখে এ কর্মসূচি পালন করা হবে।



সোমবার (২২ মার্চ) রংপুরে সংবাদ সম্মেলনে ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী এ ঘোষণা দেন।


তিনি বলেন, তিস্তা নদীকে বলা হয় উত্তরের জীবন রেখা।



প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ নদীর ওপর দেশের দুই কোটি মানুষ নির্ভরশীল। এ নদী এবং নদীপাড়ের মানুষের জীবন-জীবিকা রক্ষার জন্য দেশীয় এবং আন্তদেশীয় ব্যবস্থাপনা জরুরি।

তিনি আরও বলেন, এই এলাকার মানুষদের বাঁচাতে তিস্তা চুক্তি সই এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখা, ভাঙন, বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষণ, কৃষক সমবায় ও কৃষিভিত্তক শিল্প কলকারখানা, তিস্তার শাখা-প্রশাখা ও উপ-শাখার আগের অবস্থায় সংযোগ স্থাপন এবং দখল ও দূষণমুক্ত করে নৌ চলাচল চালুর ব্যবস্থা করতে হবে।


এর আগেও আমরা এসব দাবিতে তিস্তার দুই পাড়ে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্দা জেলার দুই পাড়ে একযোগে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করেছি।


তারই অংশ হিসেবে আগামী বুধবার দুই পাড়ে স্তব্ধ কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

পরে এসব দাবি বাস্তবায়নে এক লাখ মানুষের স্বাক্ষর সংবলিত দাবিনামা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়।


 তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের স্ট্যান্ডিং কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, ড. তুহিন ওয়াদুদ, সাধারন সম্পাদক শফিয়ার রহমান, অধ্যক্ষ মোহাম্মদ আলী  বক্তব্য রাখেন ।



অপর দিকে, তিস্তা নদীর পানির ন্যায্য হিসাব আদায়, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ক্ষেতমজুরদের সারা বছরের কাজের দাবিতে রংপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের মানববন্ধন সমাবেশ করেছে। গতকাল বাংলাদেশ ক্ষেত্রমজুর ও কৃষক সংগঠন রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্ত্বরে সকাল ১১টায় মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহবায়ক এবং বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারন সম্পাদক আহসানুল আরেফিন তিতু, সদস্য এমদাদুল হক বাবু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর জেলার আহবায়ক শাহিদুল ইসলাম সুমন প্রমূখ।

Sunday, March 21, 2021

 যানজট নিরসনের দাবিতে হিলিতে সড়ক অবরোধ

যানজট নিরসনের দাবিতে হিলিতে সড়ক অবরোধ


 


হিলি প্রতিনিধিঃ

যানজট ও রাস্তা প্রসারের দাবিতে দিনাজপুরের হিলিতে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখে স্থানীয় সর্বসাধারণ। সড়ক অবরোধের কারণে থেমে যায় শহরের সকল যান চলাচল। দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক এসে যানজট নিরসন ও রাস্তা প্রসারের দাবি মেনে নেওয়ার কথা আশ্বস্ত করে এবং জনসাধারণ সড়ক অবরোধ তুলে নেয়। 


আজ শনিবার (২০ মার্চ) হিলির চারমাথা মোড়ে সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১ টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে স্থানীয় সর্বসাধারণ। 


হিলি স্থলবন্দরের যানজট নিরসনের দাবিতে রিকশা শ্রমিক, ইজিবাইক শ্রমিক, বাস শ্রমিক সহ আপামর সর্বসাধারণ এবং সকল দলের নেতা-কর্মীরা। 


একঘন্টার সড়ক অবরোধে হিলির সাথে দেশের বিভিন্ন স্থানের যোগাযোগ বন্ধ হয়ে যায়। অবরোধকারীদের দাবি অচিরেই হিলিকে যানজট মুক্ত করতে হবে এবং সড়ক প্রসার করতে হবে।


হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, আমি সকল জনগণের সাথে একাত্মতা ঘোষণা করছি। যানজট হিলির জন্য একটা অভিশাপ। আগামী এক সপ্তাহের মধ্যে যানজট নিরসনের ব্যবস্থা না হলে,আমরা আবারও কঠোর অবস্থানে অবস্থান করবো।


হাকিমপুর হিলি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, যানজটের কারণে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকল প্রকার যোগাযোগ ব্যবস্থার অবনতি হচ্ছে। এর একটি সুরাহার প্রয়োজন। 


সড়ক অবরোধ ঠেকাতে ছুটে আসেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য এমপি শিবলী সাদিক। তিনি অবরোধ কারীদের আশ্বস্ত করেন, আমি স্থানীয় প্রশাসন, সড়ক কর্তৃপক্ষ ইউএনও এবং জেলা প্রশাসকের সাথে বসে হিলির যানজট নিরসন এবং সড়ক প্রসারের ব্যবস্থা করবো।


শেষে সংসদ সদস্যের দেওয়া প্রতিশ্রুতিতে সড়ক অবরো তুলে নেন সর্বসাধারণ।


 করোনা আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু



আতোয়ার রহমান রানা,গাইবান্ধাঃ



গাইবান্ধা জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 


 একজন আমৃত্যু যোদ্ধা  গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জি নাইন সদস্য, বিশিষ্ট মিডিয়া ও টকশো ব্যাক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্রনেতা খন্দকার আহাদ আহমেদ। 



গতকাল সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে কোভিড-১৯ এর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।  তার এই অকাল মৃত্যু জেলা বিএনপির ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমেছে। তার মৃত্যুতে  গাইবান্ধা জেলা  বিএনপি  গভীর শোক প্রকাশ করেছে।

Friday, March 19, 2021

মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকায়

মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকায়


নিজস্ব প্রতিবেদকঃ

‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আজ শুক্রবার সকালে ঢাকায় এসেছেন।

SteadFast Courier

মাহিন্দা রাজাপক্ষেকে বহনকারী উড়োজাহাজটি সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় রওনার আগে তিনি সফরের কথা জানিয়ে টুইট করেন।বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে মাহিন্দা রাজাপক্ষেকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। দেওয়া হয় গার্ড অব অনার।সফরসূচি অনুযায়ী, মাহিন্দা রাজাপক্ষের আজ বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। স্মৃতিসৌধে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করবেন তিনি।

আজ বেলা তিনটায় হোটেল সোনারগাঁওয়ে মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আজ বিকেল সাড়ে চারটায় জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এ অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের প্রধানমন্ত্রী আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন মাহিন্দা রাজাপক্ষে। অংশ নেবেন নৈশভোজে।

কাল শনিবার সকাল ১০টায় মাহিন্দা রাজাপক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। মাহিন্দা রাজাপক্ষে জাদুঘর পরিদর্শন করবেন। দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন তিনি।

আগামীকাল সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন মাহিন্দা রাজাপক্ষে। দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। পরে দুই সরকারপ্রধানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দুই দিনের সফরে ২২ মার্চ ঢাকায় আসবেন। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকায় আসবেন।

আগামীকাল বিকেল পাঁচটায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সেখানে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।

DRB Tour & Travels

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ২৬ মার্চ পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। এ অনুষ্ঠানে যোগ দিতে প্রথম বিশ্বনেতা হিসেবে ১৭ মার্চ ঢাকায় আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তিনি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দেশে ফিরে গেছেন। এ অনুষ্ঠানে অংশ নিতে দ্বিতীয় বিশ্বনেতা হিসেবে ঢাকায় এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার প্রতিপাদ্য ‘মুজিব চিরন্তন’। তবে প্রতিদিনের অনুষ্ঠানের জন্য আলাদা প্রতিপাদ্য রয়েছে।

অনুষ্ঠানে যোগ দিতে নেপাল, ভুটান ও ভারতের রাষ্ট্র-সরকারপ্রধানেরা পৃথক সময়সূচি অনুযায়ী ঢাকায় আসবেন।

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দুই দিনের সফরে ২২ মার্চ ঢাকায় আসবেন। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকায় আসবেন।

Thursday, March 18, 2021

রংপুরে পলিথিন প্রতিরোধে অভিযান, জরিমানা ও ৫ টন পলিথিন জব্দ

রংপুরে পলিথিন প্রতিরোধে অভিযান, জরিমানা ও ৫ টন পলিথিন জব্দ




পলিথিন ব্যাগ উৎপাদন, গুদামজাতকরণ ও বিক্রয় কার্যক্রম প্রতিরোধে রংপুরে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আজ (১৮ মার্চ) রংপুর নগরের নবাবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালিত হয়। 


জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র‍্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে। 


এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৫ টন পলিথিন জব্দ করা হয়।


পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালনা করা হয় বলে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান। 

রংপুর নগরের বিভিন্ন এলাকায় পলিথিন উৎপাদন, মজুদ ও বাজারজাতকরনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালিত হচ্ছে।

Wednesday, March 17, 2021

জাতীর পিতার প্রতি শ্রদ্ধা

জাতীর পিতার প্রতি শ্রদ্ধা

 জাতির পিতার প্রতি শ্রদ্ধা

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী। গোটা জাতির জন্য এ এক আনন্দঘন দিন। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করবে বঙ্গবন্ধুকে। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ছিল পরাধীনতার।

সেই গ্লানি থেকে এ জাতি মুক্ত হয়েছে যার নেতৃত্বে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই তো তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। আর এ রাষ্ট্রেরই স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতি উদযাপন করতে যাচ্ছে আর ক’দিন পর, ২৬ মার্চ। ফলে আজ বঙ্গবন্ধুর জন্মদিনটি উদযাপিত হচ্ছে বিশেষ এক শুভক্ষণে। জাতির পিতার প্রতি রইল আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসা।

১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার এক নিভৃত পল্লীতে জন্মেছিলেন বঙ্গবন্ধু। সেদিন তার আশপাশের কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেননি, সেই নবজাতকই একদিন হবেন বাঙালির ভাগ্যনিয়ন্তা, তাদের জন্য গড়ে তুলবেন একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশের স্থপতি হওয়া কোনো আকস্মিক ঘটনা নয়।

এমন নয় যে, বাঙালি হঠাৎ করেই পেয়ে গেছে তাদের স্বাধীন ভূমি। প্রকৃতপক্ষে বাঙালির জন্য একটি নিরাপদ, স্বাধীন রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের শুরুতেই। ছাত্রাবস্থাতেই তিনি জড়িয়ে পড়েছিলেন রাজনীতিতে।

অতঃপর ভাষা আন্দোলন পেরিয়ে ১৯৬৬ সালে তিনি প্রণয়ন করেছিলেন বাঙালির মুক্তিসনদ ছয় দফা। বস্তুত এই ছয় দফার ভিত্তিতেই বাঙালি জাতি তাদের স্বাধিকার আন্দোলন, অতঃপর ১৯৭১ সালে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। ১৯৪৭-এর ভারত বিভাগের পর থেকে ১৯৭১ সাল পর্যন্ত রাজনীতির বিভিন্ন বাঁকে তিনি বাঙালিকে উদ্বুদ্ধ করেছিলেন স্বনিয়ন্ত্রিত শাসনের পক্ষে। তারই অক্লান্ত পরিশ্রম, রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার ফসল আজকের স্বাধীন বাংলাদেশ।

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১-এর ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলে ’৭২-এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে ফিরে এসে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন।

একটি যুদ্ধবিধ্বস্ত নতুন রাষ্ট্রে সেটা ছিল তার জন্য এক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছিলেন ইতিহাসেরই দায় থেকে। সফলও হয়েছিলেন তিনি। রাষ্ট্রের অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে বিদেশি রাষ্ট্রগুলোর স্বীকৃতি আদায়-প্রতিটি ক্ষেত্রেই তিনি কৃতিত্বের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু পরিতাপের বিষয়, তিনি যখন জাতিকে সফল নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই ১৯৭৫ সালের ১৫ আগস্ট, একদল বিপথগামী সেনাসদস্য তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।

তার মৃত্যুর মধ্য দিয়ে জাতি হারায় তাদের মুক্তিদাতা এক মহান নেতাকে। বঙ্গবন্ধুর হত্যাকারীরা চেয়েছিল ইতিহাসের চাকাকে পেছন দিকে ঘুরিয়ে এই রাষ্ট্রকে আবারও পাকিস্তানি আদলে গড়ে তুলতে। তাদের সেই অপচেষ্টা সফল হয়নি। বাঙালি জাতি তার হত্যাকাণ্ডকে জানিয়েছে চরম ঘৃণা, বিচার করা হয়েছে হত্যাকারীদের। এ বিচারের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলা যায়।

একবিংশ শতাব্দীর এ পর্যায়ে এসে আজও বঙ্গবন্ধুর আদর্শ প্রাসঙ্গিক আমাদের জন্য। তিনি চেয়েছিলেন একটি শোষণহীন, বৈষম্যহীন উন্নত সমাজ গড়তে। একইসঙ্গে তিনি লালন করতেন উন্নত গণতান্ত্রিক চেতনা। তার এই আদর্শের আলোকেই গড়ে তুলতে হবে আমাদের প্রিয় মাতৃভূমিকে। বঙ্গবন্ধু ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী। তার জীবনাদর্শকে ধারণ করেই এগিয়ে যেতে হবে আমাদের।

দেশে রাজনৈতিক বিভাজন রয়েছে, সেটা থাকতেই পারে। একটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্যই হল চিন্তার বৈচিত্র্য। কিন্তু জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুকে আমাদের সর্বসম্মতভাবে তুলে ধরতে হবে সব বিতর্কের ঊর্ধ্বে। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি-এই সত্য মানতে হবে সবাইকেই।


Monday, March 15, 2021

অভাবের তাড়নায় বোরকা পড়ে বাদাম বিক্রি করছেন শিক্ষার্থী লতা রায়

অভাবের তাড়নায় বোরকা পড়ে বাদাম বিক্রি করছেন শিক্ষার্থী লতা রায়

 বাবা দিনমজুর,ছোট বেলায় মা চলে গেছেন না ফেরার দেশে। সৎ মায়ের মাঝে বেড়ে ওঠা লতা রায়ের নীলফামারীর সদর উপজেলার গোড়গ্রাম নিজপাড়া এলাকার দিনমজুর জগেন রায়ের এক ছেলে এক মেয়ের মধ্যে বড় লতা রায় (২০)। দিনমজুর বাবার অভাব অনাটনার সংসারে লতা রায়ের পড়ালেখা করাটাই ছিল বড় কঠিন। তারপরেও অভাবকে হার মানেনি সে। প্রাইমারীর সমাপনী,জেএসসি পরিক্ষায় এ+ পাওয়ার পর পড়াশোনার জন্য গ্রামের বিত্তবান ও স্কুলের কয়েকজন শিক্ষকদের সহযোগিতার টাকা দিয়ে ২০১৭ সালে গোড়গ্রাম স্কুল এন্ড কলেজ থেকে এস.এস.সি পরিক্ষায় অংশ নিয়ে বিজ্ঞান শাখায় এ+ পান লতা রায়। পরবর্তীতে এইচ.এস.সি পরিক্ষায় অংশ নিতে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের আর্থিক সগযোগিতায় নীলফামারী সরকারি কলেজে ভর্তি হয়। এ বছর এইচ.এস.সি রেজাল্ট হাতে পাওয়ার পর ডাক্তার হওয়ার আশা বুকে নিয়ে মানুষ মানুষের জন্য নামে ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ঢাকায় ৩ মাস কোচিং চালিয়ে যান লতা রায়।

ফাউন্ডেশনের দেওয়া টাকায় ঢাকায় কোন রকম দিন চললেও ওষুধ খাওয়ার টাকা সংকট হয়ে পড়ে যায়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন লতা রায়। ফিরে আসেন গ্রামের বাড়িতে। বাড়িতে অভাবের সংসারে এসে তার ওষুধ কিনতে ব্যর্থ হয় দিনমজুর বাবা। ভিক্ষা বা হাত পেতে জীবন চালাতে চান না লতা। তাই ওষুধ ও একবেলা খাবার খেতে একজন নারী হিসেবে নিজের শরীরকে পর্দানশীল রেখে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহের পথ বেচে নেন লতা রায়। এ বিষয়ে লতা রায়ের সঙ্গে নীলফামারী সরকারী কলেজে কথা হলে জানা যায়, তার পড়াশোনা করে ডাক্তার হয়ে মানুষের সেবা করার ইচ্ছা। তাই অভাবকে হার মানিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে। তাই চলতি মাসের ৬ তারিখ থেকে বাদামের ব্যবসা শুরু করে।ডাক্তার হওয়ার সপ্ন পূরনে সরকারের কাছে সহযোগিতা কামনা করেন লতা রায়।

Friday, March 12, 2021

যমুনা নদীর মরন দশা

যমুনা নদীর মরন দশা



 নমুনা নদীর ওপর এ যেন ‘গোদের উপর বিষফোঁড়া’। গতকাল বাংলাদেশ-ভারতকে যুক্ত করতে খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীর ওপর নির্মিত ‘মৈত্রী সেতু’ উদ্বোধন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সেতুকে দুই দেশের মধ্যে নতুন ‘বাণিজ্য করিডোর’ হিসেবে অবিহিত করেছেন। কিন্তু গঙ্গা চুক্তি অনুযায়ী পানি না দেয়া এবং তিস্তা চুক্তি ঝুলিয়ে রাখায় দেশের নদীগুলো মরণদশায় পড়েছে। চৈত্র আর আগেই ফালগুন মাসেই দেশের সব নদী শুকিয়ে গেছে। দেশের বড় বড় নদীগুলো বালুময় চরে হাটলে মনে হয় মরুভুমি দিয়ে হাটছি। বন্ধুপ্রতীম ভারত আন্তর্জাতিক আইন অমান্য করে তিস্তা ও পদ্ধার পানি অন্যত্র সরিয়ে নেয়ায় দেশের নদীগুলোতে বিরূপ প্রভাব পড়ছে। এ মধ্যেই যমুনা গোদের উপর বিষফোঁড়া হয়েছে বঙ্গবন্ধু সেতু নির্মাণের আগে ভুল পরিকল্পনা, ডিজাইন ও নকশা প্রণয়ন। সেতুর নকশা ও নির্মাণের আগে নদী শাসনের ভুল পরিকল্পনায় মরতে বসেছে যমুনা নদী। মেয়েদের চুলের বিনুনি বেল্টের (ব্রেইড বেল্ট) মতো প্রবাহিত যমুনার এখন ভয়াবহ দশা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। ৫ হাজার মিটার প্রস্থ যমুনা নদী শুকিয়ে প্রস্থ এখন মাত্র ৭শ’ মিটার। তিস্তার উজানে গজলডোবায় পানি সরিয়ে নেয়া এবং বাংলাদেশের বঙ্গবন্ধু সেতু নির্মাণে সংশ্লিষ্টদের ভুলে যমুনা নদীর প্রবাহ ৭ ভাগের এক ভাগে ঠেকেছে।

যমুনার ভাঙন রোধে গঠিত মনিটরিং সেলে পাঁচ বছর কাজ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. শামছুল হক। জানতে চাইলে বলেন, যমুনা নদী অতিরিক্ত মাত্রায় শাসনের ফলে কিছু বিরূপ প্রভাব দেখা যাবেÑতা আগেই ধারণা করা হয়। এজন্য সেতুটি নির্মাণকারী প্রতিষ্ঠান হুন্দাইয়ের পরামর্শে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু তারা ঠিকমতো কাজ করেনি। এছাড়া বুয়েটের বেশকিছু পরামর্শ সঠিকভাবে মানা হয়নি। তিনি আরো বলেন, প্রকৃতিগতভাবে নদীর ধর্ম হলো সে শাসন মানতে চায় না। এজন্য নদী শাসন করা কঠিন। আর যমুনা নদী মাত্রাতিরিক্ত শাসন করা হয়েছে। এর কুপ্রভাব সেতুটি উদ্বোধনের পর থেকেই দেখা যাচ্ছে। বাঁধ নির্মাণ, ড্রেজিং কিছুতেই যমুনার ভাঙন বন্ধ করা যাচ্ছে না। নদীর মাঝে বিশাল আকারের চর পড়ছে। এছাড়া নদী কিছুটা উত্তর দিকে বাঙ্গালী নদীর দিকে সরে যাচ্ছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্ষা মৌসুমে বঙ্গবন্ধু সেতু নির্মাণের স্থানে যমুনা নদীর প্রস্থ দাঁড়ায় প্রায় ১২ কিলোমিটার। তবে শুষ্ক মৌসুমে কমে হয় ৭ কিলোমিটার। এজন্য বঙ্গবন্ধু সেতুটি কমপক্ষে ৭ কিলোমিটার নির্মাণের পরামর্শ দেয়া হয়। ওই সময় সেতুর অবস্থান কিছুটা ভাটিতে সরিয়ে নেয়ার প্রস্তাব করা হয় নদী শাসনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কিন্তু ব্যয় বেড়ে যাওয়ার যুক্তিতে কোনোটিই মানা হয়নি। বরং দুই প্রান্তে গাইড বাঁধ দিয়ে বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য মাত্র ৪ দশমিক ৮ কিলোমিটারে নামিয়ে আনা হয়। এতে সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। তবে গত দুই দশকে নদীর দুই তীর ও সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট রক্ষায় এর কয়েকগুণ বেশি অর্থ ব্যয় করতে হয়েছে।
জানা যায়, ২০১০ সালে পদ্মা সেতুর নকশা প্রণয়নের সময় নদী শাসনের পরিকল্পনা প্রণয়নের জন্য যমুনার অভিজ্ঞতা মূল্যায়ন করা হয়। নেদারল্যান্ডস ও বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত সে মূল্যায়ন কার্যক্রমে যমুনা নদী শাসনের বিভিন্ন দিক উঠে আসে। ‘পারফরম্যান্স রিভিউ অব যমুনা ব্রিজ রিভার ট্রেনিং ওয়ার্কস ১৯৯৭-২০০৯’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, যমুনার দুই তীরে নির্মিত গাইড বাঁধ সেতুটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার কমিয়ে দিয়েছে। এটা অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হলেও এখন এর কুফল দেখা যাচ্ছে। এছাড়া গাইড বাঁধের গভীরতাও কম। এতে সেতুর অবস্থান ও সংযোগ সড়ক রক্ষা হলেও তীর ভাঙন রোধ করা যাচ্ছে না। এতে আরো বলা হয়, যমুনা নদীর গঠন মূলত মেয়েদের চুলের বিনুনি বেল্টের মতো। যে স্থানে গাইড বাঁধ নির্মাণ করা হয়েছে, তা মূলত কর্দমাক্ত। এটা মাটির ক্ষয় বাড়িয়ে দিয়েছে। ফলে নদীভাঙন রোধে গাইড বাঁধ উভয় দিকে আরো ৫ থেকে ১০ কিলোমিটার বাড়ানো উচিত ছিল।
সূত্রমতে প্রায় দুই যুগ আগে নির্মাণকালীন ব্যয় সাশ্রয় করতে মূলত যমুনা নদীর দুই তীরে সেতু নির্মাণ স্থানে গাইড বাঁধ দিয়ে প্রস্থ কমিয়ে আনা হয়। যমুনা নদীর গঠন প্রকৃতির কারণে তা কার্যকর হবে না বলে সে সময় অনেকেই মত দেন। তবে তা না মেনে সেতু নির্মাণের ফলে মূল সেতু ও সিরাজগঞ্জের হার্ড পয়েন্ট রক্ষায় ২০ বছরের বেশি সময় ধরেই বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলাকায় যমুনা নদীর প্রস্থ প্রায় পাঁচ কিলোমিটার (৫ হাজার মিটার)। এখন চর পড়ে নদীটি ভরাট হয়ে যাচ্ছে। এতে সেতু সংলগ্ন এলাকায় যমুনা নদীর মূল চ্যানেলের প্রস্থ কমে দাঁড়িয়েছে মাত্র ৭০০ মিটার। এছাড়া নদীটির মূল চ্যানেল ক্রমেই বাম তীরের দিকে সরে যাচ্ছে। এতে যমুনা নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু সেতু সংলগ্ন এলাকায় প্রতি বছর ভাঙছে; যা বর্ষায় তীব্র আকার ধারণ করে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) টাঙ্গাইলের সাইট অফিস থেকে ঢাকায় প্রধান প্রকৌশলী বরাবর পাঠানো এ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বর্ষায় ভাঙন আরো বড় আকার ধারণ করতে পারে। তাই ভাঙন প্রতিরোধে বড় ধরনের ড্রেজিংয়ের সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি ৩৪ লাখ টাকা। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার্শ্বে বাম তীর রক্ষার্থে ২ কিলোমিটার ভাটি পর্যন্ত প্রতিরক্ষামূলক কাজ করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বর এ কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। তবে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর ওই কাজের ২০০ মিটার থেকে চেইনেজ ২৫০ মিটার পর্যন্ত এলাকা বড় ধরনের ভাঙনের সম্মুখীন হয়। নদীর গভীরতা স্বাভাবিকের তুলনায় অত্যধিক বৃদ্ধির ফলে এরূপ ভাঙন ঘটেছে। এক্ষেত্রে গত বর্ষা মৌসুমে প্রতিরক্ষামূলক কাজ সংলগ্ন এলাকার নদীর গভীরতা স্বাভাবিকের চেয়ে ৩৪ মিটার বেড়ে গেলে আকস্মীক ভাঙন দেখা দেয়। যদিও প্রতিরক্ষামূলক কাজটি ২৫ মিটার গভীরতা ধরে ডিজাইন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ভাঙনপ্রবণ এলাকায় কাজটির ডিজাইন পুনরায় করা হয়েছে।
প্রতিবেদনে আরো উঠে আসে যে, নমুনা নদীর তীর বরাবর যে এলাকায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ প্রতিরক্ষামূলক কাজ করছে, ওই স্থানের সন্নিকটে প্রতিনিয়ত নদীর গভীরতা বৃদ্ধি পাচ্ছে। গত ১৯ জানুয়ারি নাইন ক্রস লাইন সার্ভে ও ২৮ জানুয়ারি পরিচালিত হাইড্রো সার্ভে প্রতিবেদনে দেখা যায়, সম্পাদিত কাজের সন্নিকটে স্বাভাবিকের চেয়ে ৩৬ মিটার গভীরতা পাওয়া গেছে। নদীর মূল চ্যানেল ক্রমান্বয়ে সম্পাদিত কাজের বাম তীরে সরে বিরাট আকারের চর জেগে ওঠার দরুন চ্যানেলটি আরো সরু হয়ে গেছে। আর বাম তীর বরাবর সম্পাদিত কাজের ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। এতে আগামী বর্ষা মৌসুমে নদীর পানি উচ্চতা বৃদ্ধির ফলে প্রতিরক্ষামূলক কাজের এলাকার গভীরতা বৃদ্ধি পেয়ে ব্যাপক আকারে ভাঙন দেখা দিতে পারে।
এদিকে সেতু সংলগ্ন এলাকার প্রায় ৫ কিলোমিটার প্রস্থের যমুনা নদী প্রায় ৭০০ মিটার প্রস্থের চ্যানেল দিয়ে প্রবাহিত হচ্ছে। চ্যানেলটি সরিয়ে নদীর মাঝ বরাবর প্রবাহিত করানোর জন্য ডিজাইনার ৬ কিলোমিটার দৈর্ঘ্যে ড্রেজিংয়ের বিষয়ে প্রস্তাবনা দিয়েছে। এতে ৭৮ লাখ ঘনমিটার চর এলাকা ড্রেজিং করতে হবে। এজন্য ব্যয় হবে ১২২ কোটি ৩৪ লাখ টাকা।
জানতে চাইলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বলেন, বঙ্গবন্ধু সেতুর সাইট অফিস থেকে যমুনা নদীর সর্বশেষ চিত্র সংবলিত একটি প্রতিবেদনে পাঠানো হয়েছে। এটি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পেঁয়াজ কেজিতে বাড়লো ১০ টাকা

পেঁয়াজ কেজিতে বাড়লো ১০ টাকা


 চাল, ডাল, তেল, চিনির বাড়তি দামের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে বাড়ছে মুরগির দাম। এর সঙ্গে চলতি সপ্তাহে কেজিতে ১০ টাকা বেড়েছে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম। এ নিয়ে যথেষ্ট অস্বস্তিতে ভোক্তাসাধারণ। বিক্রেতারা বলছেন, শীত মৌসুমের মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ শেষ। গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ আসতে আরো কিছুদিন সময় লাগবে। এ কারণে বাজারে পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় দাম বাড়ছে। অন্যদিকে চলতি সপ্তাহে ভোজ্য তেলের দাম বেড়েছে লিটারে তিন টাকা পর্যন্ত। তবে টমেটো, গাজর, কাঁচা মরিচসহ অন্যান্য সবজির দাম এখনো নাগালের মধ্যে রয়েছে। চলতি সপ্তাহে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা।

রাজধানীর মুগদা, মানিকনগর, মালিবাগ, সেগুনবাগিচাসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি। তবে কোথাও কোথাও ৪০ টাকা। বিক্রেতারা বলছেন, যাঁদের আগের কেনা রয়েছে তাঁরা এ দামে বিক্রি করতে পারছেন। নতুন করে পাইকারি বাজার থেকে যাঁরা কিনে আনছেন, তাঁরা বেশি দামে বিক্রি করছেন। গত সপ্তাহে পেঁয়াজের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। টিসিবির হিসাবে এক মাসে পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ শতাংশ।

মুগদা বাজারের বিক্রেতা মোতালেব কালের কণ্ঠকে বলেন, ‘গ্রীষ্মকালীন নতুন পেঁয়াজ আসতে আরো কিছুদিন লাগবে। শীতকালীন পেঁয়াজ বেশিদিন রাখা যায় না। এ কারণে বাজারে সরবরাহ কম। তাই দাম কিছুটা বেড়েছে। আবার মাসখানেক পরে কমে যাবে।’

আমদানি করা পেঁয়াজের দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ২০-২৫ টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা। তবে আদা-রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। দেশি ও আমদানি করা আদা বিক্রি হচ্ছে ৭০ থেকে ১১০ টাকা কেজি। রসুন ৬০ থেকে ১৩০ টাকা কেজি।

বড় দানার মুসর ডাল ৬৫ থেকে ৭০ টাকা কেজি, ছোট দানার মসুর ডাল ১০০ থেকে ১৩০ টাকা কেজি। ছোলা ৭০ থেকে ৮০ টাকা কেজি। চিনি ৭০ টাকা কেজি। কোনো কোনো বাজারে সাদা চিনি ৬৫ টাকা কেজিতেও পাওয়া যাচ্ছে।

চলতি সপ্তাহে ভোজ্য তেলের দাম বেড়েছে আরেকটু। সপ্তাহের ব্যবধানে খোলা সয়াবিন তেল লিটারে এক টাকা বেড়ে ১২১ টাকায় বিক্রি হচ্ছে। পাম সুপারের দাম বেড়েছে লিটারে তিন টাকা, বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকা। গরমে পাম লুজের চাহিদা বেড়েছে। তবে দাম লিটারে দুই টাকা কমে ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে।

সরু চালের দাম কেজিতে এক টাকা বেড়েছে। আগে যে মানের চাল ৬৫ টাকা কেজিতে পাওয়া যেত, এখন তা বিক্রি হচ্ছে ৬৬ টাকা।

অবশ্য বেশির ভাগ সবজির দাম নাগালের মধ্যে রয়েছে। বাজারে যথেষ্ট কমেছে কাঁচা মরিচের দাম। ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হওয়া কাঁচা মরিচ বর্তমানে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি। আলুর দাম আগের মতোই ২০ টাকা কেজি, টমেটো ১৫ থেকে ৩০ টাকা কেজি, গাজর ৩০ থেকে ৪০ টাকা কেজি, শিম ৪০ থেকে ৫০ টাকা কেজি, বেগুন ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কিন্তু লেবুর দাম ভোগাচ্ছে ভোক্তাদের। ছোট আকারের লেবুর হালিও এখন ৫০ থেকে ৬০ টাকা।

মানিকনগর বাজারের সবজি বিক্রেতা আনোয়ার কালের কণ্ঠকে বলেন, ‘গরমে মানুষের লেবুর শরবত খাওয়া বেড়েছে। আবার করোনা বাড়তে থাকায় রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে মানুষ বেশি বেশি লেবু কিনছে। বিপরীতে মৌসুম শেষ হওয়ায় লেবুর সরবরাহ অনেক কম। চাহিদা ও জোগানের ঘাটতিতে দাম বেড়েছে।’

বাজারে মুরগি ও গরুর মাংসের দাম বাড়লেও ডিমের দাম নাগালে আছে। ডিমের ডজন ৮২ থেকে ৮৫ টাকা। মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা ডজন।

এদিকে বাজারে তেল ও ডালের দাম বেশি হওয়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এই দুটি পণ্যের দাম বাড়িয়েছে। গত মাসের মাঝামাঝি থেকে তেলের দাম লিটারে ১০ টাকা বাড়িয়ে ৯০ টাকা এবং চলতি মাসের শুরুতে ডালের দাম কেজিতে পাঁচ টাকা বাড়িয়ে ৫৫ টাকায় বিক্রি করা হচ্ছে। চিনি ৫০ টাকা কেজি আর পেঁয়াজ ২০ টাকা কেজি

Sunday, March 7, 2021

 Joy celebration on the occasion of historic 7th March at Jaldhaka police station in Nilphamari

Joy celebration on the occasion of historic 7th March at Jaldhaka police station in Nilphamari

 


Bidhan chandro Ray, 


Special Representative,Rangpur  -


 In 2021, the Silver jubilee of great independence was celebrated.  On the eve of the golden jubilee celebrations of independence, Bangladesh has risen from the list of least developed countries to the status of a developing country.  On the occasion of the historic speech of Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman on March 7 and the achievement of Bangladesh as a developing country, all units of Bangladesh Police celebrated the day on Sunday (March 7, 2021 AD) with due dignity and joy.


 Following this, Jaldhaka Police Station of Nilphamari celebrated the day with due solemnity and importance in the afternoon at the police station premises.  Additional District Superintendent of Police ASM Moktaruzzaman, former Member of Parliament Prof Golam Mostafa, General Secretary of Upazila Awami League Shahid Hossain Rubel and General Secretary of Municipal Awami League Abdul Majid were present as chief guests on the occasion.

 Jaldhaka Thana in-charge Mostafizur Rahman presided over the function and among others, brief speeches were made by Principal AK Azad, Jaldhaka Government College representative Jewel Islam, Sohrab Hossain Tuhin Chairman among others.  Madrasa teachers, imams of mosques and various religious personalities were present.

Wednesday, March 3, 2021

  Deputy Commissioner of Rangpur at the house of the first martyrs of the War of Liberation

Deputy Commissioner of Rangpur at the house of the first martyrs of the War of Liberation


 The first martyr of the war of liberation in Bangladesh was Shanku Samajdar of Rangpur.  The strike was observed in Rangpur on March 3, 1971.  Shanku Samajdar was shot dead during a protest rally in support of the strike.  Since then, the people of Rangpur have been celebrating this day as Shaheed Shanku Day.


 On this occasion, Mr. Md. Asib Ahsan, Deputy Commissioner of Rangpur District visited the house of Shaheed Shanku Samajdar at 12 noon today.  During this time he met Dipali Samajdar, the mother of Shaheed Shanku Samajdar and inquired about her.  Meanwhile, Deputy Commissioner Shahid Shanku handed over the check for financial assistance to Dipali Samajdar's mother.

দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?

দূর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?

 রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি লিফটের ভেতর থেকে গত সোমবার এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রুবাইয়া ইয়াসমিন রিমু (২২) নামে ওই তরুণী কারমাইকেল কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, রিমুকে অপহরণের পর হত্যা করে লিফটের ভেতর লাশ ফেলে পালিয়ে গেছে এলাকার দুই যুবক। কিন্তু ওই দুই যুবকের পরিবারের দাবি, তাদের একজনের সঙ্গে প্রেমের সূত্র ধরে ঘুরতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছে তরুণী।


জানা যায়, সোমবার সকাল ১১ টার দিকে লিফটের ভেতর তাকে পড়ে থাকতে দেখেন হাসপাতালের লোকজন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্মচারীরা জানান, দুই যুবক তরুণীকে যখন নিচতলার লিফটে তুলছিলেন তখন তারা দেখেছেন। কিন্তু তারপর তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

নিহত রিমুর বাবা আবদুর রাজ্জাক নীলফামারীর জলঢাকা থানায় এ ব্যাপারে একটি মামলা করেছেন। মামলার এজাহারে নীলফামারী সদরের কচুকাটা তালুক-মানুষমারা গ্রামের বাড়ি থেকে কোচিং করতে টেংগনমারী যাওয়ার পথে রিমুকে অপহরণ এবং হত্যা করে লাশ মেডিক্যালে ফেলে যাওয়ার অভিযোগ করা হয়েছে। আবদুর রাজ্জাক বলেন, করোনার কারণে কলেজ বন্ধ

থাকায় রিমু বাড়িতে থেকে কোচিং করছিল। প্রায়ই ফয়সাল (২৫) ও রিজভী (২০) কোচিংয়ে যাওয়া-আসার সময় আমার মেয়েকে উত্ত্যক্ত করত। এ জন্য ফয়সালকে ডেকে অনেকবার বুঝিয়েছি। কিন্তু সে অনুরোধ শোনেনি। তারপরও তারা উত্ত্যক্ত করত।

ফয়সাল ঢাকার সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং রিজভী উচ্চমাধ্যমিক পাস। ঘটনার পর থেকে তারা দুজনই পলাতক রয়েছেন।

রিমুর পরিবারের অভিযোগ, তারা কথা না শোনার কারণে রিমুর ভাই ইমন কয়েক দিন আগে ফয়সাল ও রিজভীকে মারধর করেন। আর এর প্রতিশোধ নিতেই তারা রিমুকে নির্মমভাবে হত্যা করেছে।

গতকাল স্হানীয় এলাকা বাসী দুঃখ প্রকাশ করে,ফয়সাল ও তার বন্ধু রিজভীকে নির্দোষ দাবী করে কচুঁকাটা বাজারে মানববন্ধন করেন।

তবে ফয়সাল ও তার বন্ধু রিজভীর পরিবারের দাবি, রিমু ও ফয়সালের মধ্যে দীর্ঘদিনের প্রেম ছিল। সোমবার দুজন মিলে মোটরসাইকেলে করে পাশের জলঢাকা উপজেলার রাজাহাট এলাকায় ঘুরতে যান। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন রিমু। তাকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিক্যালে নেওয়ার পর তিনি মারা যান। তবে হাসপাতালে তোলার সময় রিমু মারা গেলে লিফটের ভেতর লাশ রেখে ভয়ে ফয়সাল ও রিজভী পালিয়ে যান বলে দাবি তাদের পরিবারের।

জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনার স্থান জলঢাকা থানা এলাকায় হওয়ায় এ ব্যাপারে সোমবার রাতেই নিহত ছাত্রীর বাবা আবদুর রাজ্জাক এ থানায় একটি মামলা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং অভিযুক্ত দুজনকে না পাওয়া পর্যন্ত প্রকৃত ঘটনা জানা যাবে না। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।