বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনুদান প্রদানের অনলাইন আবেদন সময়সীমা আগামী ০৭ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত বৃদ্ধিত করা হয়েছে।
উল্লেখ্য যে, মধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদান প্রদানের লক্ষ্যে গত ০১ ফেব্রুয়ারি ২০২১ হতে আজ ২৮ ফেব্রুয়ারি ২০২১ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল।
তাই যারা এখন পর্যন্ত আবেদন করে নাই, তারা আগামী ০৭ মার্চ ২০২১ তারিখ পর্যন্ত মধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েব সাইটে গিয়ে অনলাইনে আবেদন দাখিল করতে পারবে।
উল্লেখ্যঃ
১.স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যায়ন পত্র এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধানের প্রত্যায়নপত্র সংযুক্ত করতে পারবে।
২.শিক্ষক কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে চিকিৎসা চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারী সনদ এবং দৈব দূর্ঘটনার স্বপক্ষে প্রমানপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
৩.শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির প্রত্যায়ন পত্র অবশ্যই সংযুক্ত করতে হবে।
0 coment rios: