বিশেষ প্রতিনিধি,রংপুরঃ
রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী (২০১৮-১৯) রুবাইয়া ইসলাম রিমু হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থী'রা।আজ শনিবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকে মানববন্ধন থেকে এ দাবী জানান।
গত পহেলা মার্চ সোমবার নীলফামারীর কচুকাটা ইউনিয়নের তালুক মানুষ মরা গ্রামের বাড়ি থেকে টেংগনমারী বাজারে প্রাইভেট পড়ার কথা বলে বের হন রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রুবাইয়া ইসলাম রিমু।সেখান থেকে বন্ধু ফয়সালের মটরসাইকেল এ ঘুরতে যাওয়ার সময় জলঢাকার রাজারহাট নামক জায়গায় মটর সাইকেল থেকে পরে যেয়ে গুরুতর আহত হন।তাৎক্ষণিক স্হানীয় জলঢাকা মেডিকেল কমপ্লেক্স এ নিয়ে গেলে,অবস্হার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ এ নিয়ে আসে।এ সময় রিমুর মৃত্যু ঘটলে লাশ ফেলে ফয়সাল ও তার বন্ধু পালিয়ে যায়।
এ ঘটনায় জলঢাকা থানায় ফয়সাল ও রিজভী সহ অজ্ঞাত নামা কয়েকজনের নামে রিমুর বাবা আব্দুর রাজ্জাক মামলা করেন।
এসময় মানববন্ধনে কারমাইকেল কলেজের বাংলা বিভাগীয় প্রধান প্রফেসর জিতেন্দ্রনাথ সরকার বলেন,অপরাধী যেই হোক সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আসামীকে খুজে দ্রুত আইনের আশ্রয়ে আনার আহ্বান জানাই।
শিক্ষার্থী পরিষদের সদস্য সচিব পাবেল রহমান হিমেল বলেন, এর আগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর রুখিয়া রাউৎ এর যেরকম মৃত্যু হয়েছে।রিমুর মৃত্যুও একইরকম রহস্য জনক।আজ'কে আমার বোন,কাল আপনার বোন এটা হতে পারে না।
এ সময় মানববন্ধনে কারমাইকেল কলেজ এর শিক্ষার্থী পরিষদের সচিব সৌধ,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা হিমু হত্যার বিচার চেয়ে প্রশাসন কে ৪৮ ঘন্টার সময় বেঁধে দেয়।
উল্লেখ্য যে,গতকাল রংপুর প্রেসক্লাবের সামনে জেলা জাতীয় সমাজের ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়,অন্যথায় সারাদেশে আন্দোলন করা হবে বলে জানান।
0 coment rios: