নিজস্ব প্রতিবেদন
টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরেই চলেছে পাকিস্তান। প্রথমে ভারতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হারের পরে এ বার জ়িম্বাবোয়ের কাছেও হারলেন বাবর আজ়মরা। প্রথমে ব্যাট করে ১৩০ রান করে জ়িম্বাবোয়ে। কিন্তু সেই রান তাড়া করতে গিয়ে চাপে পড়ে পাকিস্তান। পর পর উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১ রানে হারতে হয় বাবরদের।
সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জ়িম্বাবোয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। শুরুটা খুব ভাল করে জ়িম্বাবোয়ে। প্রথম তিন ওভারে ৩১ রান ওঠে। পাওয়ার প্লে-র পঞ্চম ওভারে অধিনায়ক আরভিনকে আউট করে জ়িম্বাবোয়েকে প্রথম ধাক্কা দেন হ্যারিস রউফ। পরের ওভারে সাজঘরে ফেরেন আর এক ওপেনার ওয়েসলি মাধেভেরে।
দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে জ়িম্বাবোয়ে। মিডল অর্ডারে শন উইলিয়ামস ছাড়া কেউ রান পাননি। মিডল অর্ডারে বল হাতে জ্বলে ওঠেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। এই ম্যাচে সুযোগ পেয়ে তাকে কাজে লাগালেন তিনি। চার ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ভাল বল করেন রউফ। উইলিয়ামস করেন ৩১ রান। শেষ দিকে ব্র্যাড ইভান্সের ব্যাটে ১৩০ রান করে জ়িম্বাবোয়ে।
Post ta choto hoye gelo nah
ReplyDeleteপরবর্তীতে বড় করা হবে।
Delete