সর্বশেষ

Friday, October 28, 2022

রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক

রংপুরে পরিবহন ধর্মঘটের ডাক

 


রংপুর প্রতিনিধিঃ

এবার রংপুরে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে মোটর মালিক সমিতি। শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে শনিবার (২৯ অক্টোবর) রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশ। তবে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দাবি, তাদের ডাকা ধর্মঘটের সঙ্গে বিএনপির গণসমাবেশের কোনো সম্পর্ক নেই। মহাসড়কে নছিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধ ও প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, বুধবার (২৬ অক্টোবর) রাতে জেলা মোটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও কার-মাইক্রোবাস মালিক সমিতির নেতাসহ সাধারণ মালিকদের নিয়ে যৌথ জরুরি সভা হয়।


সেখানে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুরের সব রুটে বাস, মিনিবাস, ট্রাক এবং মাইক্রোবাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রংপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। গণসমাবেশ ঘিরে মোটর মালিক সমিতির এমন সিদ্ধান্তে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। তবে ধর্মঘট নিয়ে চিন্তিত না বিএনপি নেতারা। গণসমাবেশে আসার জন্য মানুষ উদগ্রীব।গণসমাবেশের জনস্রোত ধর্মঘট দিয়ে আটকানো যাবে না।


 বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গণমাধ্যমকে বলেন, সরকার ভীত-সন্ত্রস্ত হয়ে নানা কৌশল অবলম্বন করছে। বিএনপির সমাবেশ ঘিরে সরকারের চাপে মালিক সমিতি যে সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র নিন্দা জানাই।


মালিক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন; তারা কীভাবে একটি রাজনৈতিক দলের কর্মসূচি বাধাগ্রস্ত করতে ধর্মঘট ডাকে? এমন সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য মালিক সমিতিকে আহবান জানান তিনি।

উত্তপ্ত রাজপথ,আওয়ামী লীগে আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

উত্তপ্ত রাজপথ,আওয়ামী লীগে আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত




ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হতে শুরু করেছে রাজপথ। বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে বড় শোডাউন দিচ্ছে বিএনপি। আওয়ামী লীগ নেতারা আগেই জানিয়েছেন, তারা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এখনই সরসরি পালটাপালটি কোনো কর্মসূচিতে যেতে চান না। আপাতত নিজেদের দলীয় কর্মসূচির মধ্য দিয়েই রাজনীতির মাঠ নিজেদের দখলে রাখতে চান তারা। 

এ অবস্থায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শুক্রবার। সভায় এ বিষয়ে দলীয় সভাপতির প্রয়োজনীয় দিকনির্দেশনা চাইবেন নেতারা। একই সঙ্গে বিরোধীদের মোকাবিলায় দলের নেতা এবং এমপিদের ভূমিকা কী হবে-তা নিয়েও আলোচনা হবে। নির্বাচনের আগে সরকারের উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার কৌশলের বিষয়েও নির্দেশনা দেবেন শেখ হাসিনা।

ডিসেম্বরে দলের ২২তম জাতীয় সম্মেলনের আগে এটাই হতে পারে বর্তমান কমিটির শেষ বৈঠক। এই সভা থেকেই আসতে পারে পরবর্তী সম্মেলনের তারিখ নির্ধারণসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গঠন করা হতে পারে সম্মেলন প্রস্তুতির বিভিন্ন উপকমিটি।

এছাড়া সভায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলনের দিনক্ষণও চূড়ান্ত হতে পারে। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধীদের আন্দোলন মোকাবিলার কৌশল এবং নিজেদের কর্মসূচি নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

সভায় দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলে বিভাগ এবং জেলা-উপজেলাসহ তৃণমূল পর্যন্ত সংগঠনের সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরবেন বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। তারা বিভিন্ন বিষয়ে চাইবেন দিকনির্দেশনা। এছাড়া বর্তমান পরিস্থিতিতে দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে। করোনা ও যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক সংকটের প্রভাব দেশে কতটা পড়বে এবং সে বিষয়ে করণীয় সম্পর্কে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেবেন দলীয় সভাপতি। পাশাপাশি নভেম্বর ও ডিসেম্বরজুড়ে আওয়ামী লীগের দিবসভিত্তিক কর্মসূচি দলে কার্যনির্বাহী সংসদের সভায় চূড়ান্ত হবে।

এবিষয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের বলেন, ২৮ অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা। সেখানে আমাদের জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পরে। এছাড়া দলের যেসব সহযোগী সংগঠনের কমিটি মেয়াদোত্তীর্ণ, সেগুলোর সম্মেলন তো করতে হবেই, সেগুলো নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয় আলোচনায় আসবে। 

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটির শুরু হবে বিকাল ৪টায়। বৈঠকে আমন্ত্রিত নেতাদের ইতোমধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণভবনে উপস্থিত হতে চিঠি দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এবারের বৈঠকে লিখিত এজেন্ডায় মূলত ১১টি বিষয় রয়েছে। এর মধ্যে আছে-শোক প্রস্তাব পাঠ, ৩ নভেম্বর জেল হত্যা দিবস, ১০ নভেম্বর শহিদ নূর হোসেন দিবস, ২৭ নভেম্বর শহিদ ডা. মিলন দিবস, ৫ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল-২০২২, দেশের আর্থসামাজিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম ও বিবিধ।

আওয়ামী লীগ নেতারা বলছেন-বৈঠকে জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণের পাশাপাশি সম্মেলন প্রস্তুতি কমিটি, ঘোষণাপত্র, দপ্তর, প্রচার-প্রকাশনা, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা, মঞ্চ ও সাজসজ্জা, গঠনতন্ত্র, সাংস্কৃতিক, খাদ্য ও স্বাস্থ্যবিষয়ক উপকমিটি গঠন করে দিতে পারেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সাধারণত জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। গতবারও আওয়ামী লীগের সঙ্গে একই মঞ্চে তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এবারও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের বিষয়ে দলীয় সভাপতি বৈঠকে নির্দেশনা দিতে পারেন।

আওয়ামী লীগের সহযোগী বেশ কয়েকটি সংগঠন বর্তমানে মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগকে আগেই সম্মেলনের নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে এই তিন সংগঠনসহ অন্যান্য সহযোগী সংগঠনের সম্মেলনের বিষয়ে নির্দেশনা আসতে পারে। 

স্থানীয় সরকার নির্বাচনসহ নানা কারণে দলের বেশ কিছু নেতাকে কারণ দর্শানোর নোটিশ এবং তৃণমূল থেকে বহিষ্কারের সুপারিশও পাঠানো হয়েছে। এ বিষয়টিও শুক্রবারের সভায় আলোচনায় আসতে পারে বলে দলীয় একটি সূত্রে জানা গেছে। 

আইএ/

Thursday, October 27, 2022

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জিম্বাবুয়ের অবিশ্বাস্য জয়




নিজস্ব প্রতিবেদন


টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরেই চলেছে পাকিস্তান। প্রথমে ভারতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে হারের পরে এ বার জ়িম্বাবোয়ের কাছেও হারলেন বাবর আজ়মরা। প্রথমে ব্যাট করে ১৩০ রান করে জ়িম্বাবোয়ে। কিন্তু সেই রান তাড়া করতে গিয়ে চাপে পড়ে পাকিস্তান। পর পর উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১ রানে হারতে হয় বাবরদের।


সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জ়িম্বাবোয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। শুরুটা খুব ভাল করে জ়িম্বাবোয়ে। প্রথম তিন ওভারে ৩১ রান ওঠে। পাওয়ার প্লে-র পঞ্চম ওভারে অধিনায়ক আরভিনকে আউট করে জ়িম্বাবোয়েকে প্রথম ধাক্কা দেন হ্যারিস রউফ। পরের ওভারে সাজঘরে ফেরেন আর এক ওপেনার ওয়েসলি মাধেভেরে।



দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে জ়িম্বাবোয়ে। মিডল অর্ডারে শন উইলিয়ামস ছাড়া কেউ রান পাননি। মিডল অর্ডারে বল হাতে জ্বলে ওঠেন মহম্মদ ওয়াসিম জুনিয়র। এই ম্যাচে সুযোগ পেয়ে তাকে কাজে লাগালেন তিনি। চার ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ভাল বল করেন রউফ। উইলিয়ামস করেন ৩১ রান। শেষ দিকে ব্র্যাড ইভান্সের ব্যাটে ১৩০ রান করে জ়িম্বাবোয়ে।

জলঢাকা থানায় ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত

জলঢাকা থানায় ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদকঃ


নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় থানা চত্ত্বরে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে থানার প্যারেড গ্রাউন্ডে জলঢাকা থানায় কর্মরত সকল অফিসার ফোর্সদের নিয়ে দূর্ঘটনা কবলিত ভিকটিম উদ্ধার ও বিভিন্ন দূর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নির্বাপনের বিভিন্ন কৌশল উপস্থাপন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ  ফিরোজ কবির, পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আব্দুর রহিম,  জলঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মোঃ রিফাত হোসেন সহ জলঢাকা থানার সকল অফিসার/ফোর্স ও জলঢাকা ফায়ার সার্ভিসের সদস্যরা।

Thursday, October 20, 2022

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে - চীনা রাষ্ট্রদূত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে - চীনা রাষ্ট্রদূত

 


খাদেমুল ইসলাম,জলঢাকা (নীলফামারী) -

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সবদিক দিয়ে পরিবর্তণ ঘটবে এই এলাকার মানুষের। জীবন মান উন্নয়ন, অর্থনীতি, প্রকৃতি ও পরিবেশ যোগাযোগ ব্যবস্থাসহ সর্বোপরি মানুষের প্রতিটি ক্ষেত্রের উন্নয়ন হবে। প্রকল্প বাস্তবায়নে ব্যারেজ এলাকার সম্ভাব্যতা যাচাই চলছে এবং দুই দেশের সরকারের প্রচেষ্টায় দ্রুত কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচই মি. লি জিমিং।


তিনি আরো বলেন, প্রতি বছর বন্যার কারণে তিস্তা পাড়ের হাজার হাজার মানুষ ঘর বাড়িসহ আবাদি জমি নদীতে বিলীন হয়ে যায়। এতে করে সর্বশান্ত হয় তিস্তা পাড়ে মানুষ। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হলে আলোর মুখ দেখবে তিস্তা পাড়ের মানুষ।


রোববার (৯ অক্টোবর) সকালে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া  তিস্তা ব্যারেজ ও লালমনিরহাট কমান্ড এলাকা পরিদর্শণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি।

তিনি আরো বলেন, তিস্তা পাড়ের মানুষরা কি চান সেটা আগে লক্ষ করা হচ্ছে। যেহেতু তিস্তা আন্তর্জাতিক নদী সে কারণে লাভ ও ক্ষতি কি রকম হচ্ছে সেটিও বিবেচনায় নেয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আনোয়ারুল হক ভুইয়া, তত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, পাউবো ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আশফাউদৌলা প্রিন্স, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ। 

এসময় এমপি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আলোর মুখ দেখছে। তিস্তাকে নিয়ে চীনা রাষ্ট্রদূত লি জিমিং’কে দেখে মনে হলে তার মনোভাব পজেটিপ। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে সু-খবর পাবো। তিস্তা পরিদর্শন করে তিনি অনেক খুশি হয়েছেন। 

শেষে চীনা রাষ্ট্রদূত লি জিমিংসহ ৩ সদস্য বিশিষ্ট দলটি রংপুর বিভাগীয়  চীনা কোম্পানী কৃর্তক চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবে বলে জানান।




জলঢাকা কাজিরহাট পন্থাপাড়া মাদরাসায় শেখ রাসেল দিবস পালন

জলঢাকা কাজিরহাট পন্থাপাড়া মাদরাসায় শেখ রাসেল দিবস পালন





জলঢাকা প্রতিনিধিঃ 

নীলফামারীর জলঢাকা উপজেলার কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ছোটভাই শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে। 


এ উপলক্ষে মঙ্গলবার সকালে মাদরাসা হলরুমে অধ্যক্ষ মাওলানা হেমায়েত আলম নবেলের সভাপতিত্বে হামদ, নাত, ক্বিরাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, মর্তুজা ইসলাম, হারুন-অর-রশীদ, তশরিফা বেগম, কালিদাস রায়, শিক্ষক আনসারুল হক, সেলিনা বেগম, আব্দুর রাজ্জাক, কছির উদ্দিন ও ক্বারি আব্দুস সাত্তার প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সিদ্দিক ফারুকী। এতে বিজয়ী ৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেষে ১৫ আগষ্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর মঙ্গল কামনা করেও দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার প্রভাষক মাওলানা ছাইদুল ইসলাম। কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসা এসব কর্মসুচি পালন করে।